Wednesday, November 5, 2025

ভারতের সাফল্যে খুশি নয় হলিউড, ‘নাটু নাটু’ নিয়ে উন্মাদনা নেই বিদেশী দর্শকের !

Date:

Share post:

ভারতবর্ষের কাছে গর্বের মুহূর্ত ছিল যখন ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের (80th Golden Globe Awards) মঞ্চে পুরস্কার পেল দক্ষিণী ছবি ‘আরআরআর’ (RRR)। সাফল্য এসেছে একটি গানের হাত ধরে যার নাম ‘নাটু নাটু’ (Natu Natu)। ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের (80th Golden Globe Awards) সঙ্গীত বিভাগে মনোনয়ন পেয়েছিল এস রাজামৌলী (S Rajamouli) পরিচালিত RRR সিনেমার এই গানটি। প্রতিযোগিতায় ছিল টেলর সুইফ্‌টের (Taylor Swift) কণ্ঠে ‘ক্যারোলিনা’, লেডি গাগার (Lady Gaga) কণ্ঠে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্‌ট মি আপ’, গিয়েরমো দেল তোরো পরিচালিত ‘পিনোচিও’ ছবির ‘চায়ো পাপা’ গানটিও। কিন্তু ব্রিটিশ ভূমিতে হাসি ফুটল ভারতীয় সিনেমার (Indian Cinema)। আর সেটাই মেনে নিতে পারছে না হলিউড। সেই কারণেই কি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা সঙ্গীতের পুরস্কার পেল, তখন উল্লাস বা উন্মাদনা তো অনেক দূরের কথা, সামান্য হাততালি দেওয়ার প্রয়োজনও বোধ করলেন না বেশির ভাগ দর্শক? সোশ্যাল মিডিয়ায় (Social media) সমালোচনার ঝড়।

২০২২ সালে ভারতীয় বিনোদন জগতে একগুচ্ছ দক্ষিণের সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। এস রাজা মুভি পরিচালিত ‘আর আর আর ‘সিনেমা ঘিরে যথেষ্ট উন্মাদনা দেখা যায় ভারতীয় দর্শকদের মধ্যে। এই চলচ্চিত্র রেকর্ড ব্যবসা করেছে। যে গানটি নিয়ে এত কথা সেই নাটু নাটু’ গানটিতে রাম চরণ এবং জুনিয়র এনটিআর-কে কণ্ঠ দিয়েছেন রাহুল সিপলিগঞ্জ এবং কলা ভৈরব।৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা গান এবং সেরা বিদেশি ভাষার ছবির জন্য মনোনীত হয়েছিল এস এস রাজামৌলির ছবি। ‘নাটু নাটু’ প্রথম ভারতীয় সিনেমার গান যা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীতের পুরস্কার পেয়েছে। খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতজুড়ে শুভেচ্ছার বন্যা, বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। কিন্তু পুরস্কার মঞ্চে এ কেমন আচরণ? পুরস্কার মঞ্চে জয়ের মুহূর্তের ভিডিয়ো ঘুরছে সমাজমাধ্যমে। সেখানেই লক্ষ করা যায় হলিউডের প্রতিক্রিয়া। ভারতীয় ছবির গান সেরার সম্মান পাওয়ায় বিশ্বনাগরিকদের অধিকাংশই যে কোনও উচ্ছ্বাস প্রকাশ করেননি, তা স্পষ্ট দেখা গিয়েছে। সেরা হওয়ার দৌড়ে সকলকে পিছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছে ‘নাটু নাটু’, সেটা কি মেনে নিতে পারছে না হলিউড? এইসব প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...