Monday, August 25, 2025

নন্দনে মুক্তি পেল প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ তথ্যচিত্র

Date:

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee)মৃ*ত্যুর দু-বছর পর মুক্তি পেল তাঁর অভিনীত শেষ তথ্যচিত্র (Documentry)’আমি সৌমিত্র’ (Aami Soumitra)। উচ্ছ্বসিত পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় (Sayantan Mukherjee) এবং প্রযোজক অরিন্দম চট্টোপাধ্যায় (Arindam Chatterjee)। ভারতলক্ষ্মী স্টুডিওতে (Bharatlaxmi Studio) জীবনের শেষ শ্যুটিং করেছিলেন কিংবদন্তি অভিনেতা। এবার সেই ছবি মুক্তি পেল বড় পর্দায়। সৌমিত্র-কন্যা পৌলোমী বসু (Polulami Basu)এই বিষয়ে জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন।

বাঙালির নস্টালজিয়ার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। বাঙালির আবেগ জুড়ে নন্দন (Nandan)প্রেক্ষাগৃহ। ভাল সিনেমা নন্দনে দেখতে চান কলকাতার দর্শক। তাই ‘আমি সৌমিত্র’ সেখানে মুক্তি পাওয়া নিঃসন্দেহে বড় ঘটনা। সৌমিত্র চট্টোপাধ্যায় কেবল অভিনেতা ছিলেন না, কবিতা, আবৃত্তি, ছবি আঁকা, নাটক, লেখা, পরিচালনা- অর্থাৎ সংস্কৃতির সব দিক ছুঁয়েছিলেন অভিনেতা। অসামান্য অবদান তাঁর বাংলা চলচ্চিত্রে, কাজ পাগল মানুষটি মৃত্যুর আগে পর্যন্ত কাজে ডুবে ছিলেন। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত নিজের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্রের শ্যুটিং শেষ করেছিলেন তিনি। পরিচালক সায়ন্তনের এই তথ্যচিত্রে কিংবদন্তি অভিনেতার সিনেমা, থিয়েটার এবং ছবি আঁকার নানা দিক তুলে ধরা হয়েছে। নানা আঙ্গিকে বাঙালির প্রিয় অভিনেতা ফ্রেম বন্দি। শিল্পী সৌমিত্র থেকে কবি সৌমিত্র, অভিনেতা সৌমিত্র থেকে বাচিক শিল্পী – নানা রূপে তাঁকে দেখা যাচ্ছে ‘আমি সৌমিত্র’তথ্যচিত্রে। বাবার শেষ কাজ সকলকে দেখার অনুরোধ করেছেন পৌলোমী বসু। তিনি লিখেছেন, “বন্ধুরা শেষমেশ আমাদের তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’ মুক্তি পাচ্ছে। জানি শেষ মুহূর্তে জানাচ্ছি। নন্দন ২-তে অর্থাৎ প্রথম প্রদর্শিত হবে এই তথ্যচিত্র, শো টাইম বেলা ১টা। এক সপ্তাহ ধরে দেখানো হবে আমার বাবার জীবনের উপর তৈরি এই তথ্যচিত্র। তাই এসে দেখে যাবেন বন্ধুরা।”

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version