Monday, August 25, 2025

জলপথে ভ্রমণকে আকর্ষণীয় করার উদ্যোগ রাজ্য সরকারের, একনজরে কী কী পরিকল্পনা

Date:

রাজ্যের জলপথে ভ্রমণকে এবার আকর্ষণীয় করতে চাইছে সরকার। নদী পথে ভ্রমণ, ক্রুজ, ওয়াটার স্পোর্টসের মতো জলপথ নির্ভর বিনোদনের প্রসার ঘটিয়ে পর্যটক (Tourist) টানার বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই ধরণের পরিকাঠামো তৈরির জন্য বিভিন্ন জেলায় ২০ হাজার হেক্টরের বেশি জলাভূমিকে চিহ্নিত করেছে পর্যটন দফতর (Tourism Department)। রাজ্যের পর্যটন সচিব সৌমিত্র মোহন (Soumitra Mohan) জানিয়েছেন, যথেষ্ট সম্ভাবনা থাকা স্বত্ত্বেও রাজ্যে জলাশয় নির্ভর পর্যটনে যথেষ্ট গতি আসেনি। এপ্রসঙ্গে তিনি কাশ্মীরের ডাল ও উলার লেককে কেন্দ্র করে বিরাট পর্যটন ব্যবসার কথা উল্লেখ করেন।

আরও পড়ুন:মোদি বাতিল করলেও দিদি আছেন, কেন্দ্রের বন্ধ করা স্কলারশিপ চালু রাখার সিদ্ধান্ত রাজ্যের

পর্যটন সচিব জানান, রাজ্যেও নদী ও জলাশয়কে কেন্দ্র করে পর্যটন পরিকাঠামো তৈরি করতে রাজ্য সরকার আগ্রহী বেসরাকারি সংস্থাগুলির আগ্রহপত্র চেয়েছে। এই কাজে রাজ্য সরকার তাদের সবরকম সহায়তার হাত বাড়িয়ে দেবে। এপ্রিলের ১০ থেকে ১২ তারিখ দিল্লির প্রগতি ময়দানে তিনদিনের প্রথম “গ্লোবাল ট্য়ুরিজম ইনভেস্টর সামিট” অনুষ্ঠিত হতে চলেছে। এর লক্ষ্য , জি-২০ সম্মেলনকে সামনে রেখে ভারতে বিদেশি পর্যটক ও লগ্নিকারীদের উৎসাহিত করা। এরাজ্য়ও ওই সম্মেলনে অংশ নেবে। সৌমিত্র বলেন, “গোটা ভারতে যা রয়েছে, পশ্চিমবঙ্গেও তা রয়েছে। নদী, পর্বত, জঙ্গল থেকে সি বিচ, পর্যটকদের আকর্ষণ করার মতো রাজ্যে সবকিছুই রয়েছে। রয়েছে পর্যটনের উপযোগী পরিকাঠামোও।”


এ প্রসঙ্গে সুন্দরবন, দার্জিলিং, ডুয়ার্স, দিঘা, মন্দারবণির কথা উল্লেখ করেন পর্যটন সচিব। রয়েছে ঐতিহ্যবাহী এবং ধর্মীয় স্থানও। উত্তরবঙ্গে চা বাগানকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “চা বাগানের অব্যবহৃত জমিকে পর্যটনের কাজে ব্যবহার করা যেতে পারে। ‘হোম স্টে’গুলির জনপ্রিয়তা দিন দিন যেভাবে বাড়ছে, তাতে আগামী দিনে পর্যটকদের চাহিদা মেটাতে আরওহোম স্টে গড়ে তোলার প্রয়োজন হবে। রাজ্য এখন ২ হাজারের মতো রেজিস্ট্রিকৃত হোম স্টে রয়েছে। এর বাইরেও অনেক হোম স্টে রয়েছে, যা নথিভুক্ত করা হয়নি।” পর্যটনে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করেন সৌমিত্র মোহন।

 

Related articles

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...
Exit mobile version