দুর্ঘটনার পর মুখ খুললেন পন্থ, পাশে থাকার জন‍্য বোর্ড এবং চিকিৎসকদের ধন‍্যবাদ জানিয়েছেন তিনি

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পন্থ লেখেন," দুর্ঘটনার পর থেকে যে ভালবাসা এবং শুভেচ্ছা পেয়েছি তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ।

৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পরেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। তারপর থেকে চিকিৎসাধীন ভারতের উইকেটরক্ষক। অস্ত্রোপচারও হয়েছে তাঁর। আর এবার ঘটনার ১৮ দিনের মাথায় মুখ খুললেন পন্থ। ধন্যবাদ জানিয়েছেন বোর্ড এবং তাঁর চিকিৎসকদের।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পন্থ লেখেন,” দুর্ঘটনার পর থেকে যে ভালবাসা এবং শুভেচ্ছা পেয়েছি তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। আমার অস্ত্রোপচার সফল হয়েছে, এটা জানাতে পেরে খুব খুশি। ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামিদিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তার জন্য আমি তৈরি। দারুণ ভাবে আমার পাশে থাকার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, সচিব জয় শাহ এবং সরকারি আধিকারিকদের অনেক ধন্যবাদ। সব সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিয়োকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিনিয়ত উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে মাঠে দেখার জন্য অপেক্ষা করছি।”

এরপাশাপাশি পন্থ ধন‍্যবাদ জানিয়েছেন সেই দুর্ঘটনার রাতে জারা পন্থকে সাহায্য করেছিলেন।

 


Previous articleমোদির রোড শো দিয়ে শুরু বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক
Next articleGanga Vilas: যাত্রার তৃতীয় দিনেই মাঝগঙ্গায় আটকে গেল প্রমোদতরী গঙ্গা বিলাস!