সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা দল, ম‍্যাচ নিয়ে খুশি নন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য

এখানেই না থেমে তিনি আরও বলেন, "মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে রেফারি আমাদের বেশ কয়েকটি হলুদ কার্ড দেখিয়েছে। আমাদের বিরুদ্ধে জোর করে ফাউল দিয়েছে

সোমবার রাতে শহরে ফিরল বাংলা দল। সন্তোষ ট্রফিতে বাংলা টানা পাঁচটি ম্যাচ জিতে পৌঁছে গিয়েছে মূলপর্বে। গ্রুপপর্বে অপরাজিত থেকেই সরাসরি মূলপর্বে পৌঁছে গিয়েছে বাংলা। তবে মূলপর্বে গেলেও খুশি নন বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের দল।

সোমবার বাংলার কোচ বিশ্বজিৎ বলেন,”সকাল সাড়ে আটটা, সাড়ে এগারোটায় খেলা দিচ্ছে। কোনও নিয়মই নেই। এটা কি আমরা স্কুলের ম্যাচ খেলছি। এভাবে প্রফেশনাল ফুটবল চলে নাকি। ভারতের ফুটবল এ ভাবে এগোবে কী করে। এ ভাবে উন্নতি সম্ভব নাকি! মাঠ খারাপ, রেফারিং-এর মান খারাপ। কোনও মতে এতবড় একটা টুর্নামেন্ট করা যায় নাকি! এর পরেও আমরা আশা করব, ফুটবলের উন্নতি হবে!”

এখানেই না থেমে তিনি আরও বলেন, “মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে রেফারি আমাদের বেশ কয়েকটি হলুদ কার্ড দেখিয়েছে। আমাদের বিরুদ্ধে জোর করে ফাউল দিয়েছে। সব কিছু প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমরা জিতেছি। এটুকুই যা প্রাপ্তি।”

Previous articleফের তৃণমূল নেতার সন্তানের জন্মদিন নিয়ে মিথ্যাচার, আইনি নোটিশ গেল শুভেন্দুর কাছে
Next articleবিচারবিভাগের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করছে কেন্দ্র! বিরোধিতায় সরব মমতা