Monday, August 25, 2025

গান্ধীজিকে কীভাবে শ্রদ্ধা জানাতে হবে সেটা বিজেপির কাছ থেকে শিখব না, ঘাটালে তোপ কুণালের

Date:

গান্ধীজির শহিদ দিবসে দেশজুড়ে দু মিনিট নীরবতা পালনের কর্মসূচি ঘোষণা করেছে মোদি সরকার। আগামী ৩০ জানুয়ারি এই কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মহাত্মা গান্ধী জাতির জনক। আর সেই মহাত্মা গান্ধীকে কীভাবে শ্রদ্ধা জানাতে হবে সেটা বিজেপির কাছ থেকে আমরা শিখব না। বরং কুণাল মনে করিয়ে দেন, গান্ধীজিকে যিনি হত্যা করেছিলেন সেই নাথুরাম গডসেকে তো বিজেপি মাথায় করে রাখে। ঘাতককে মাথায় করে রাখবে আর যিনি মারা গেলেন তার জন্য নীরবতা পালন করবে এই দ্বিচারিতা কেন ? এই প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর স্পষ্ট কথা, মহাত্মা গান্ধীকে কীভাবে শ্রদ্ধা জানাতে হয় সেটা চিরকাল ভারতবাসী দেখিয়ে এসেছে। বিজেপির এই কুৎসিত রাজনীতি মানুষ বুঝে গিয়েছে।
মেঘালয়কে তৃণমূলের ফোকাস করা প্রসঙ্গে মঙ্গলবার ঘাটালে কুণাল বলেন, যেখান থেকে মানুষের ডাক আসছে, যারা তৃণমূলের উন্নয়নের মডেলকে গ্রহণ করতে চাইছেন সেখানেই তৃণমূল পৌঁছনোর চেষ্টা করছে।তাঁর সাফ কথা, বিজেপির নীতিটাই জনবিরোধী নীতি। মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন, পেট্রল-ডিজেল-রান্নার গ্যাস-সার সব কিছুরই তো দাম আকাশছোঁয়া। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকা থেকে চাল,ডাল,ভোজ্য তেল এগুলো সব বাদ চলে যাচ্ছে।ভারতবর্ষের কর্মসংস্থান একেবারে তলানিতে এসে ঠেকেছে।বিজেপি মুখে বলে ‘ভারত মাতা কি জয়’ আর ভারত মাতার গলার যে গয়নাগুলো আছে সেগুলো সব বিক্রি করে দিচ্ছে।
এদিন ফের কুণাল বলেন, শুভেন্দু কেন কোর্টের বদলে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে যাব বলেন ? আমি সেই প্রশ্ন করেছি।তৃণমূল কংগ্রেস এত বড় একটা দল।সেখানে ৯৯ শতাংশ কাজ ভালো হয়েছে হয়তো এক শতাংশ কাজ কোথাও ভুল হয়েছে। আমরা তো বলছি, ভুল হলে তা সংশোধন করে নেওয়া হবে আর অন্যায় হলে তার জন্য আইন আছে শাস্তি হবে। দুই এক শতাংশের জন্য সবাইকে খারাপ বলা যাবে না, ৯৯ শতাংশ উন্নয়নকে ভুলে গেলে হবে না।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version