Monday, May 5, 2025

‘দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে জারি বিতর্ক! ‘পক্ষপাতদুষ্ট’ মন্তব্য করে সমালোচনায় সরব বিদেশ মন্ত্রক

Date:

‘দ্য মোদি কোয়েশ্চেন’ (The Modi Question) নিয়ে বিতর্কের শেষ নেই। এবার বিবিসির বিতর্কিত ডকু-সিরিজকে (Docu Series) কেন্দ্র করে সমালোচনায় মুখর বিদেশ মন্ত্রক (MEA)। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) ক্ষোভপ্রকাশ করে জানালেন, ওই সিরিজটি ‘পক্ষপাতদুষ্ট’। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, এই সিরিজ ভারতে কোনওভাবেই দেখাতে দেওয়া হবে না।

 

 

প্রথম থেকেই এই সিরিজকে ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। গত মঙ্গলবার সম্প্রচার হয় ধারাবাহিক এই সিরিজের প্রথম পর্ব। কিন্তু পরদিনই সেটা ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। দ্বিতীয় পর্ব ২৪ জানুয়ারি সম্প্রচারিত হওয়ার কথা। যার বিষয়বস্তু হল গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির (Narendra Modi) সময়কাল। বিবিসি জানিয়েছে, নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বের সময় কীভাবে ভারতের মুসলিমদের প্রতি তাঁর সরকারের মনোভাব নিয়ে সমালোচনা শুরু হয়েছে, সেটাই এই সিরিজে দেখানো হবে।

ব্রিটেনের (UK) ‘হাউস অফ লর্ডসে’র সদস্য লর্ড রামি রেঞ্জার ওই সিরিজটির নিন্দা করেছেন। তাঁর দাবি, এই সিরিজে যা দেখানো হয়েছে তাতে কোটি কোটি ভারতীয়র ভাবাবেগে আঘাত লেগেছে। কেননা এখানে মোদিকে নির্বাচন করা ভারতীয় গণতন্ত্রকে যেমন অপমান করা হয়েছে, তেমনই ছোট করা হয়েছে দেশের বিচার ব্যবস্থাকে। অন্যদিকে, ব্রিটেনের বিদেশ সচিব জ্যাক স্ট্রকে ওই সিরিজে বলতে শোনা গিয়েছে, ২০০২ সালে গুজরাটের দাঙ্গা নিয়ে তদন্ত হয়েছিল এবং সেই সূত্রে তিনি ব্রিটেনের কোনও অভ্যন্তরীণ রিপোর্টের কথাও বলেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak) বলেন, ভারতের প্রধানমন্ত্রীকে যেভাবে ওই সিরিজে দেখানো হয়েছে, সে সম্পর্কে তিনি একমত নন।

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version