Saturday, December 13, 2025

করোনা কাটতেই ‘লক্ষ্মীলাভ’ রেলের, একবছরে ২৮ শতাংশ আয় বৃদ্ধি

Date:

Share post:

করোনা দুঃসময় কাটিয়ে অবশেষে লক্ষ্মীলাভ রেলের(Indian Rail)। মন্দা কাটিয়ে যাত্রী ও পণ্য পরিবহণ বৃদ্ধির জেরে চলতি আর্থিক বছরে ২৮ শতাংশ বৃদ্ধি পেল রেলের রাজস্ব থেকে আয়। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনে টুইট করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী(Rail Minister) অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnaw)। টুইটারে তাঁর দাবি, আর্থিক বছর শেষ হতে এখনও বাকি ৭১ দিন। তার মধ্যেই রেলের রাজস্ব আয় ছাপিয়ে গিয়েছে গত বছরকে।

টুইট করে কেন্দ্রীয় রেলমন্ত্রী এদিন জানান, চলতি আর্থিক বছরে রেলের আয় হয়েছে ১,৯১,১২৮ কোটি টাকা। তার মধ্যে যাত্রী ও পণ্য পরিবহণ থেকে আয় হয়েছে ৪২,৩৭০ কোটি টাকা। যা গত আর্থিক বছরের এই সময়ের তুলনায় অনেকটাই বেশি। রেলের আশা, চলতি আর্থিক বর্ষের শেষে রেলের রাজস্ব থেকে আয় বেড়ে দাঁড়াবে ২.৩৫ লক্ষ কোটি টাকা। রেলের রিপোর্ট অনুযায়ী, গত বছরের এপ্রিম মাস থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ১,১৮৫ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে ভারতীয় রেল। পণ্য পরিবহনের চাহিদা এতটাই বেশি যে প্রতি মাসে ২,২০০টি করে ওয়াগন ট্রেনের সঙ্গে জুড়তে হচ্ছে। এর পাশাপাশি ৬৩ কোটি ৪৮ লক্ষ যাত্রী রেল পরিষেবা গ্রহণ করেছেন। যা গতবারের তুলনায় ৭ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে মন্দা কাটিয়ে ব্যাপক লাভের মুখ দেখছে কেন্দ্রীয় রেল পরিবহন।

তবে এটাই শেষ নয়, রেলের আশা আগামী দিনে আরও বেশি লাভের মুখ দেখবে ভারতীয় রেল। তার কারণ বন্দে ভারত। রেল মন্ত্রক সূত্রে খবর, আরও বেশি বেশি করে বন্দে ভারত চালানোর পরিকল্পনা তৈরি হয়েছে। শুধু বসে যাত্রার পাশাপাশি শোয়ার ব্যবস্থা সম্পন্ন বন্দে ভারত ট্রেনও লাইন কাঁপিয়ে ছোটার অপেক্ষায়। আগামী দিনে আরও ৪০০টি বন্দে ভারত ট্রেন চালাতে চায় রেল।

spot_img

Related articles

গভীর রাতে রাজপুত্রের আগমন, আবেগে-স্লোগানে তিলোত্তমার মেসি বরণ

অপেক্ষার অবসান, কলকাতায় পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি(Leo Messi)। ২০১১ সালের পর দ্বিতীয়বার কলকাতায় এলেন আর্জেন্টিনার মহাতারকা। ঘড়ির...

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...