Monday, August 25, 2025

প্রস্রাব কাণ্ডের জের! এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ জরিমানা, সাসপেন্ড পাইলটের লাইসেন্সও

Date:

বিমানে সহযাত্রী বৃদ্ধার গায়ে প্রস্রাব (Urine) কাণ্ডে এবার বড় পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। ঘটনায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। তবে এয়ার ইন্ডিয়া (Air India) বিষয়টিতে কোনওরকম পদক্ষেপ করা তো দুরস্ত, বিষয়টিকে কার্যত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এবার তারই খেসারত হিসাবে বিমান সংস্থাটিকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হল। নিয়ম ভঙ্গের অভিযোগে শুধু বিমান সংস্থাকে জরিমানা করাই নয়, ওই বিমানটির প্রধান পাইলটের লাইসেন্সও (License) ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এয়ার ক্রাফ্টের ১৪১ নম্বর আইন লঙ্ঘনের জন্য তিন মাসের জন্য নির্বাসিত হয়েছেন তিনি। পাশাপাশি বিমানে পরিবেষার জন্য যে কর্মীরা ছিলেন, তাঁদের ডিরেক্টরকেও তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক (New York) থেকে দিল্লিগামী (Delhi) বিমানে ৭০ বছর বয়সী বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রের (Shankar Mishra) বিরুদ্ধে। বৃদ্ধা জানান, এরপরে বিষয়টি বিমানকর্মীদের জানালেও তাঁরা পরনের কাপড়টুকু সরবরাহ করা ছাড়া কিছুই করেননি। উল্টে, ভিজে যাওয়া আসনের উপরে কাপড় বিছিয়ে সেখানেই তাঁকে বাকি রাস্তা বসে কাটানোর পরামর্শ দিয়েছিলেন বিমানকর্মীরা। এমনকি অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনও ব্যবস্থাও। সম্প্রতি ওই বৃদ্ধা চিঠি লিখে এয়ার ইন্ডিয়ার গ্রুপ চেয়ারম্যানকে বিষয়টি জানালে গোটা বিষয়টি সামনে আসে। এরপরই অভিযুক্ত শঙ্করের খোঁজে শুরু হয় তল্লাশি। ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করে ডিজিসিএ। এরপর গত ৬ জানুয়ারি গ্রেফতার করা হয় শংকরকে। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি।

অন্যদিকে, চার মাসের জন্য শঙ্কর মিশ্র এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে উঠতে পারবেন না। তবে শঙ্করের আইনজীবীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে ডিজিসিএ-র কাছে আবেদন করেছেন।

 

 

 

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version