Tuesday, November 11, 2025

প্রস্রাব কাণ্ডের জের! এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ জরিমানা, সাসপেন্ড পাইলটের লাইসেন্সও

Date:

বিমানে সহযাত্রী বৃদ্ধার গায়ে প্রস্রাব (Urine) কাণ্ডে এবার বড় পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। ঘটনায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। তবে এয়ার ইন্ডিয়া (Air India) বিষয়টিতে কোনওরকম পদক্ষেপ করা তো দুরস্ত, বিষয়টিকে কার্যত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এবার তারই খেসারত হিসাবে বিমান সংস্থাটিকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হল। নিয়ম ভঙ্গের অভিযোগে শুধু বিমান সংস্থাকে জরিমানা করাই নয়, ওই বিমানটির প্রধান পাইলটের লাইসেন্সও (License) ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এয়ার ক্রাফ্টের ১৪১ নম্বর আইন লঙ্ঘনের জন্য তিন মাসের জন্য নির্বাসিত হয়েছেন তিনি। পাশাপাশি বিমানে পরিবেষার জন্য যে কর্মীরা ছিলেন, তাঁদের ডিরেক্টরকেও তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক (New York) থেকে দিল্লিগামী (Delhi) বিমানে ৭০ বছর বয়সী বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রের (Shankar Mishra) বিরুদ্ধে। বৃদ্ধা জানান, এরপরে বিষয়টি বিমানকর্মীদের জানালেও তাঁরা পরনের কাপড়টুকু সরবরাহ করা ছাড়া কিছুই করেননি। উল্টে, ভিজে যাওয়া আসনের উপরে কাপড় বিছিয়ে সেখানেই তাঁকে বাকি রাস্তা বসে কাটানোর পরামর্শ দিয়েছিলেন বিমানকর্মীরা। এমনকি অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনও ব্যবস্থাও। সম্প্রতি ওই বৃদ্ধা চিঠি লিখে এয়ার ইন্ডিয়ার গ্রুপ চেয়ারম্যানকে বিষয়টি জানালে গোটা বিষয়টি সামনে আসে। এরপরই অভিযুক্ত শঙ্করের খোঁজে শুরু হয় তল্লাশি। ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করে ডিজিসিএ। এরপর গত ৬ জানুয়ারি গ্রেফতার করা হয় শংকরকে। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি।

অন্যদিকে, চার মাসের জন্য শঙ্কর মিশ্র এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে উঠতে পারবেন না। তবে শঙ্করের আইনজীবীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে ডিজিসিএ-র কাছে আবেদন করেছেন।

 

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version