রাতভর তল্লাশির পর গ্রে*ফতার কুন্তল ঘোষ

প্রায় ২৩ ঘন্টা তল্লাশি চালানোর পর আটক কুন্তল। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, দাবি ইডির।

নিয়োগ দু*র্নীতি মামলায় এবার গ্রেফতার কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এর আগে তাঁকে নিজাম প্যালেসে(Nizam Palace) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। শুক্রবার দফায় দফায় তার ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ED) আধিকারিকরা। এরপরই গ্রে*ফতার করা হয় কুন্তল ঘোষকে।

মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মন্ডল কুন্তল ঘোষের বিরুদ্ধে নিয়োগ দু*র্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন। তাপস মন্ডল জানিয়েছিলেন প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। এরপরই কুন্তল ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। নিজাম প্যালেসে হাজিরার ঠিক পরের দিনই কুন্তল বাড়িতে তল্লাশি চালায় ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে যুব তৃণমূল নেতাকে আটক করল ইডি। প্রায় ২৩ ঘন্টা তল্লাশি চালানোর পর আটক কুন্তল। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, দাবি ইডির।

Previous articleঘরের মাঠে হায়দরাবাদ এফসির কাছে ০-২ গোলে হারল ইস্টবেঙ্গল
Next articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস