Friday, November 14, 2025

“স্বতন্ত্র দেশে উনি সবসময় নেতাজি-ই”, নেতাজি জয়ন্তীতে শহিদ মিনারে বললেন মোহন ভাগবত

Date:

বাংলার বুকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের নেতাজি স্মরণ। আজ, ২৩ জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর শহিদ মিনার প্রাঙ্গণে এদিন “পরাক্রম দিবস”-এ নেতাজি স্মরণে ”নেতাজি লহ প্রণাম” অনুষ্ঠানের আয়োজন করে আরএসএস। সেই অনুষ্ঠানেই প্রধান বক্তা ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

নেতাতি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, ”সুভাষ চন্দ্র বোসকে আমরা স্মরণ করছি। এটা আমরা প্রতিবার করে থাকি। এর আগে শ্যামবাজারে একবার আমি ছিলাম। সংগঠন এখন বড় হয়েছে বলে মানুষ জানতে পারে। শুদ্ধ মানবতাপূর্ণ জীবন যার, তাঁকে স্মরণ করি আমরা। সমাজের প্রতি ওনার ভাবনাকে সম্মান জানাই। এত পড়াশোনা জানতেন, অনেক টাকা উপার্জন করতেই পারতেন! কিন্তু দেশের জন্য জীবন কাটিয়েছেন। নিজেকে পূর্ণ সমর্পণ করেছিলেন দেশের জন্য। নিজের জীবনের পরোয়া করেননি। এটাও দেশের জন্য তপস্যা। ওই সময় উনি কিছু-ই পান নি।”

আরএসএস প্রধানের আরও সংযোজন, ”স্বতন্ত্র দেশে উনি সবসময় নেতাজি-ই। আজকেও নেতাজি-ই। নেতৃত্ব করেন যিনি, তিনিই নেতাজি। ওনার সব গুণ আমাদের ভিতরে থাকা জরুরি। ওনার যে ভারতের স্বপ্ন ছিল তা পূরণ করতে হবে। কংগ্রেসের আন্দোলনে ভাগ নিয়েছিলেন তিনি। কিন্তু যখন উনি দখলেন যে ওইভাবে হবে না, তখন সশস্ত্র পথ বাছেন। কিন্তু রাস্তা তো একটাই ছিল। দেশ।”

তিনি আরও বলেন, ”আমরা সবাই এখন নিজেরটা ভাবতে ব্যস্ত। কিন্তু সবচেয়ে উপরে আমাদের দেশ। দেশের জন্য ভাবতেই হবে। দেশকে মানতে হবে। এটা সাধনা। নয়া ভারতের নির্মাণ করতে হলে সংঘবদ্ধভাবে দেশের কাজ করতে হবে। আরও ভালোভাবে অনুশীলন করতে হবে।। তার জন্য রোজ শাখায় আসতে হয়। আমাদের ভোটে জেতার নেই। কিন্তু আমরা দেশ মায়ের কথা ভাবি, কাজ করে যাব-ই।”


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version