Saturday, November 15, 2025

মাসখানেক আগেই জানা গিয়েছিল রুপোলি পর্দায় খুব শীঘ্রই দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। মহারাজ নিজে সেই খবরে শিলমোহর দিয়েছেন। লাভ ফিল্মস’র ব্যানারে তৈরি হবে বাঙালির এই আইকনের জীবনীচিত্র। সৌরভের বায়োপিকের বাজেট প্রায় ২৫০ কোটি টাকা! তেমনই ইঙ্গিত মিলেছে। বহুদিন ধরেই মুম্বইয়ের বহু প্রযোজনা সংস্থা ‘প্রিন্স অফ কলকাতা’র বায়োপিক তৈরিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। অবশেষে লাভ রঞ্জনকে সুবজ সংকেত দিয়েছেন সৌরভ।

তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট দলের ‘টিম ইন্ডিয়া’  হয়ে ওঠা। গোটা দলকে তিনি শুধু এক সূত্রে বাঁধেননি, বিদেশের মাটিতেও যে সিরিজ জয় সম্ভব, এবং সেটা নিয়মিতভাবে, সেই বিশ্বাসের জন্ম দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের থেকে তাঁর জীবনের গল্পগুলো শোনার পর স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছিল গত বছরই। প্রাথমিক সেই কাজ অনেকটাই শেষ হয়েছে বলে জানা গিয়েছে। তবে পুরো স্ক্রিপ্ট স্বয়ং সৌরভ এখনও শোনেননি। তাই সেটা শুনতেই মুম্বই গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রোডাকশন হাউজের সঙ্গে বায়োপিকের চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে সোমবার সন্ধের বিমানে মুম্বই গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সঙ্গী বন্ধু সঞ্জয় দাস।

সৌরভের বায়োপিকে উঠে আসবে তাঁর ক্রিকেট জীবনের ওঠাপড়া। তাঁর জীবনের ওঠানামা, বিতর্ক, কামব্যাক সবই ।জানা গিয়েছে,মঙ্গলবারের এই সাক্ষাতের পরই চূড়ান্ত হবে চিত্রনাট্য। স্ক্রিপ্ট নির্মাতারা সৌরভের সঙ্গে কথা বলার পাশাপাশি সঞ্জয় দাসের সঙ্গেও কথা বলেছেন।জানা গিয়েছে, ক্রিকেটার সৌরভের পাশাপাশি প্রশাসক সৌরভের কথাও থাকবে বায়োপিকে। সৌরভের ছোটবেলা থেকে শুরু করে বিসিসিআই সভাপতি হওয়া পর্যন্ত স্ক্রিপ্টে রাখা থাকছে। নিজের বাযয়োপিকের কাজের জন্য আগামী দু দিন মুম্বইতেই থাকবেন সৌরভ।  এখন দেখার শেষ পর্যন্ত সৌরভের বায়োপিকে মুখ্য ভূমিকায় কে চূড়ান্ত হন।

তবে সৌরভের ভূমিকায় বড় পর্দায় বলিউডের কোন সুপারস্টারকে দেখা যাবে তা এখনো চূড়ান্ত হয়নি বলেই খবর। মুম্বইয়ের আলোচনায় স্ক্রিপ্ট চূড়ান্ত করার পাশাপাশি সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন সেই নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।

 

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...
Exit mobile version