Wednesday, December 31, 2025

সংকট চরমে: জ্বালানির অভাবে বিদ্যুৎহীন পাকিস্তান, বিপর্যস্ত জনজীবন

Date:

Share post:

দীর্ঘ সময় কেটে গেলেও এখনও অন্ধকারে ডুবে পাকিস্তান(Pakistan)। আর্থিক সঙ্কটে(Economical Crisis) ভয়াবহ পরিস্থিতির দিকে চলে যাওয়া প্রতিবেশী দেশে কখন বিদ্যুৎ ফিরবে সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারছে না। যদিও পাকিস্তান সরকারের আশ্বাস, বিদ্যুৎ(Electricity) ফেরানোর কাজ শুরু হয়েছে। তাতে অবশ্য কাজের কাজ কিছু হয়নি। এদিকে বিদ্যুতের অভাবে বিপর্যস্ত পাকিস্তানের জনজীবন।

বিদ্যুৎ বিভ্রাটের পর সোমবার রাত ন’টা ৩২ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) পাকিস্তানের শক্তিমন্ত্রী খুরাম দস্তগির-খান টুইটারে বলেন, ‘দেশজুড়ে বিদ্যুৎ ফেরানোর কাজ শুরু করেছি আমরা। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর নেতৃত্বাধীন বহুদলীয় সরকারের তত্ত্বাধবানে সেটা সম্ভব হয়েছে।’ যে মন্ত্রী প্রাথমিকভাবে আশ্বাস দিয়েছিলেন যে রাত ১০ টার (পাকিস্তানের সময় অনুযায়ী) মধ্যে দেশে বিদ্যুৎ ফিরে আসবে। সোমবার ভার্চুয়ালি জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, দেশজুড়ে বিদ্যুতের ‘ব্রেকডাউন’ হয়েছে। বিদ্যুৎ ফিরিয়ে আনার কাজ চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সকাল ৭ টা ৩৪ মিনিটে উত্তর-দক্ষিণ ট্রান্সমিশন করিডরে ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি ওঠানামা করছিল। সেই কারণে জাতীয় গ্রিডের সিস্টেম ফ্রিকোয়েন্সি ধাক্কা খায় এবং বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ চলে গিয়েছে।’

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের শক্তিমন্ত্রী বলেন যে ‘অর্থনৈতিক কারণে রবিবার রাতে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন সিস্টেম বন্ধ করেছিলাম আমরা। ইঞ্জিনিয়াররা যখন তা ফের চালু করতে যান, তখন ভোল্টেজে ওঠানামা করছিল। তার জেরে একে-একে পাওয়ার গ্রিড কেন্দ্র বন্ধ করতে বাধ্য হন ইঞ্জিনিয়াররা।’ যার জেরে বৃহত্তম শহর করাচি, পেশোয়ার, রাজধানী ইসলামাবাদ, লাহোর, কোয়েট্টা-সহ পাকিস্তানের বিস্তীর্ণ অংশে নেমে আসে অন্ধকার। লাহোরে কমলা লাইনের মেট্রো লাইনে স্টেশনগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ না থাকায় পাকিস্তানে ইন্টারনেট ব্যবহারও পড়ে গিয়েছে। পরে রাতের দিক কয়েকটি জায়গায় বিদ্যুৎ ফিরলেও কতক্ষণ স্থায়ী হবে, তা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা।

spot_img

Related articles

অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলায় নতুন বিতর্ক, ‘ভিভিআইপি’ প্রসঙ্গে উত্তাল উত্তরাখণ্ড রাজনীতি

উত্তরাখণ্ডের অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলা ফের নতুন করে বিতর্কের কেন্দ্রে। ২০২২ সালে ঋষিকেশের কাছে একটি খাল থেকে উদ্ধার...

বড়জোড়ার সভা থেকে বাঁকুড়ার শিল্প-সংস্কৃতি-ঐতিহ্যকে বিনম্র শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

বাঁকুড়া জেলার পুণ্যভূমিতে সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর ছাপের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার...

দীপ্তির বিশ্বকাপ, বছর শেষে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ হরমনপ্রীতদের

জয় দিয়েই বছরটা শেষ করলে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team )। মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে...

এসআইআর শুনানি ইস্যুতে কমিশনের দ্বারস্থ তৃণমূল! অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির দাবি

এসআইআর শুনানি সংক্রান্ত একাধিক দাবিতে সোমবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দরবার করেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই...