Thursday, August 21, 2025

সংকট চরমে: জ্বালানির অভাবে বিদ্যুৎহীন পাকিস্তান, বিপর্যস্ত জনজীবন

Date:

Share post:

দীর্ঘ সময় কেটে গেলেও এখনও অন্ধকারে ডুবে পাকিস্তান(Pakistan)। আর্থিক সঙ্কটে(Economical Crisis) ভয়াবহ পরিস্থিতির দিকে চলে যাওয়া প্রতিবেশী দেশে কখন বিদ্যুৎ ফিরবে সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারছে না। যদিও পাকিস্তান সরকারের আশ্বাস, বিদ্যুৎ(Electricity) ফেরানোর কাজ শুরু হয়েছে। তাতে অবশ্য কাজের কাজ কিছু হয়নি। এদিকে বিদ্যুতের অভাবে বিপর্যস্ত পাকিস্তানের জনজীবন।

বিদ্যুৎ বিভ্রাটের পর সোমবার রাত ন’টা ৩২ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) পাকিস্তানের শক্তিমন্ত্রী খুরাম দস্তগির-খান টুইটারে বলেন, ‘দেশজুড়ে বিদ্যুৎ ফেরানোর কাজ শুরু করেছি আমরা। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর নেতৃত্বাধীন বহুদলীয় সরকারের তত্ত্বাধবানে সেটা সম্ভব হয়েছে।’ যে মন্ত্রী প্রাথমিকভাবে আশ্বাস দিয়েছিলেন যে রাত ১০ টার (পাকিস্তানের সময় অনুযায়ী) মধ্যে দেশে বিদ্যুৎ ফিরে আসবে। সোমবার ভার্চুয়ালি জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, দেশজুড়ে বিদ্যুতের ‘ব্রেকডাউন’ হয়েছে। বিদ্যুৎ ফিরিয়ে আনার কাজ চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সকাল ৭ টা ৩৪ মিনিটে উত্তর-দক্ষিণ ট্রান্সমিশন করিডরে ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি ওঠানামা করছিল। সেই কারণে জাতীয় গ্রিডের সিস্টেম ফ্রিকোয়েন্সি ধাক্কা খায় এবং বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ চলে গিয়েছে।’

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের শক্তিমন্ত্রী বলেন যে ‘অর্থনৈতিক কারণে রবিবার রাতে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন সিস্টেম বন্ধ করেছিলাম আমরা। ইঞ্জিনিয়াররা যখন তা ফের চালু করতে যান, তখন ভোল্টেজে ওঠানামা করছিল। তার জেরে একে-একে পাওয়ার গ্রিড কেন্দ্র বন্ধ করতে বাধ্য হন ইঞ্জিনিয়াররা।’ যার জেরে বৃহত্তম শহর করাচি, পেশোয়ার, রাজধানী ইসলামাবাদ, লাহোর, কোয়েট্টা-সহ পাকিস্তানের বিস্তীর্ণ অংশে নেমে আসে অন্ধকার। লাহোরে কমলা লাইনের মেট্রো লাইনে স্টেশনগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ না থাকায় পাকিস্তানে ইন্টারনেট ব্যবহারও পড়ে গিয়েছে। পরে রাতের দিক কয়েকটি জায়গায় বিদ্যুৎ ফিরলেও কতক্ষণ স্থায়ী হবে, তা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা।

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...