দিদির দূত হওয়ার দায়িত্ব বোঝালেন অপরূপা পোদ্দার

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মানুষের সেবা করার এবং প্রয়োজনে পাশে দাঁড়ানোর বার্তা দেন দলীয় কর্মীদের।

দিদির সুরক্ষা কবচ বৃহৎ কর্মসূচি যার জন্য দরকার দলগত প্রয়াস। মঙ্গলবার গোঘাট বিধানসভার (Goghat Assembly) বদনগঞ্জ ফলুই -২ অঞ্চলে একদিন কর্মসূচিতে তৃণমূলের নেতৃত্ব, দলের কর্মীদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সকলকে ‘ দিদির দূত ‘ হিসেবে প্রস্তুতি নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়েছেন সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)।

তিনি দলীয় কর্মীদের মানুষের দুয়ারে কীভাবে পৌঁছে গিয়ে কাজ করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি এবং দিদির সুরক্ষা কবচকে বাংলার প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাকে বুঝিয়ে দেন।  তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মানুষের সেবা করার এবং প্রয়োজনে পাশে দাঁড়ানোর বার্তা দেন দলীয় কর্মীদের।

Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleবয়স ৯০ পেরিয়েছে, বীরভূমের দিদির দূতের কাছে বৃদ্ধ নিজের পরিচয় দিতেই অবাক সকলে