শিলিগুড়িতে বিলুপ্তপ্রায় সি হর্স-সহ ধৃত এক

শিলিগুড়িতে বিলুপ্তপ্রায় সামুদ্রিক সি হর্স (Seahorse) উদ্ধার। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও কার্শিয়ং ডিভিশনের বন বিভাগের ঘোষপুকুর রেঞ্জের কর্মীদের তৎপরতায় উদ্ধার হল কয়েক লক্ষ টাকার সি হর্স। গ্রেফতার এক।

বন দফতর সূত্রে খবর, শিলিগুড়ির (Siliguri) নকশালবাড়ি এলাকা থেকে সি হর্স-সহ ফেইজ আহমেদ নামে উত্তরদিনাজপুরে এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়। বিলুপ্তপ্রায় সি হর্সগুলি নেপালে পাচার করার পরিকল্পনা ছিল বলে সূত্রের খবর। তদন্তে নামছে বন দফতর। এই প্রাণী ভারতে পাওয়া যায় না। সুতরাং বাইরের কোনও দেশ থেকে এনে পাচার করা হচ্ছিল বলেই অনুমান। ধৃত ব্যাক্তি অসম থেকে সি হর্স গুলি নিয়ে বাংলায় ঢুকেছে।

আরও পড়ুন- ২৬ জানুয়ারি রাজ্যপালের বাংলায় হাতেখড়ি দেওয়াবেন কে? চমক সেই নামেও

 

Previous article২৬ জানুয়ারি রাজ্যপালের বাংলায় হাতেখড়ি দেওয়াবেন কে? চমক সেই নামেও
Next articleজাতীয় ভোটার দিবসে শান্তিপূর্ন অবাধ নির্বাচনের অঙ্গীকার