রাজনৈতিক সততা ভুল করে ক্ষমা চাইলেন উস্তির বিধায়ক

যদিও পরে ওই বিধায়ক তার ভুল বুঝতে পারেন, আর তারপরেই রাজনৈতিক সততা দেখিয়ে  ক্ষমা চাইলেন উস্তির বিধায়ক।

ফের প্রকাশ্যে এক বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। প্রকাশ্যে পুলিশকে ‘২ টাকার চাকর’ বলে অপমানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মগরাহাট পশ্চিমের (Magrahat West) বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার (Giasuddin Molla) বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার সাব ডিভিশনের উস্তিতে। যদিও পরে ওই বিধায়ক তার ভুল বুঝতে পারেন, আর তারপরেই রাজনৈতিক সততা দেখিয়ে  ক্ষমা চাইলেন উস্তির বিধায়ক।

ওই বিধায়কের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার উস্থি থানার ভোলেরহাটে বৃদ্ধা মাকে খুনের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেফতার করে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে জয়ন্ত চৌধুরী নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ কথা শুনেই রাগে অগ্নিশর্মা হয়ে থানায় পৌঁছন মগরাহাট পশ্চিমের বিধায়ক। থানায় ঢুকে পুলিশ আধিকারিকদের ধমকাতে থাকেন তিনি। চলতে থাকে শাসানি। অভিযোগ, গিয়াসুদ্দিন পুলিশকে ‘দু’টাকার চাকর’ বলে গালিগালাজ করেন। থানার সিঁড়িতে বসে পুলিশের উপর চোটপাট করতে থাকেন বিধায়ক।এরপরই নড়েচড়ে বসে পুলিশ। দাদাগিরির অভিযোগে বিধায়ককে থানায় বসিয়ে ক্ষমা চাওয়ায় পুলিশ ।

 

Previous articleমেঘালয়ের আরও ৩ কেন্দ্রে প্রার্থীর ঘোষণা করল তৃণমূল
Next articleভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছিল ২০১৯-এ, দাবি মার্কিন বিদেশ সচিবের