মেঘালয়ের আরও ৩ কেন্দ্রে প্রার্থীর ঘোষণা করল তৃণমূল

২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার ভোটগ্রহণ। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ৩১ জানুয়ারি থেকে।

মেঘালয়ের (Meghalaya) আরও তিন আসনের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল (TMC)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) মেঘালয় সফরের মধ্যেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়। তারপরেই প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভার ৫২টি আসনেই প্রার্থী দিয়েছিল সেখানকার প্রধান বিরোধী দল। বুধবার আরও তিন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল তৃণমূল।

• রাইলাংগ কেন্দ্রে প্রার্থী রবিয়াস সিংগকো

• নোনগোফ কেন্দ্রে প্রার্থী লোংগসিংগ বে

• মাওলাই কেন্দ্রে প্রার্থী স্টেপবার্নে কুপার রিনডেম

মঙ্গলবার শিলঙে বিধানসভা নির্বাচনে দলের ইস্তেহার প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে, ওই দিন সন্ধেয় শিলং প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছাড়ার ঘোষণা করেন পিন্থোরুমক্রাহ্ বিধানসভা কেন্দ্রের জোড়াফুল প্রার্থী সাম্বোরলাং ডিয়েংডোহ্। একই সঙ্গে তিনি জানান, ওই কেন্দ্র থেকেই নির্দল হিসেবে নির্বাচনে লড়বেন তিনি।

২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার ভোটগ্রহণ। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। এখন পিন্থোরুমক্রাহ্ আসনে তৃণমূলের নতুন প্রার্থী কে হবেন সেটাই দেখার।

 

 

Previous articleঘোষণা হয়ে গেল মহিলাদের আইপিএল-এর পাঁচ দলের নাম
Next articleরাজনৈতিক সততা ভুল করে ক্ষমা চাইলেন উস্তির বিধায়ক