Saturday, August 23, 2025

আমি বাংলাকে ভালোবাসি: বাংলায় ‘হাতেখড়ি’ রাজ্যপালের, মালায়ালামে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

কথা মতো সরস্বতী পুজোয় (Sataswati Puja) রাজভবনে আনুষ্ঠানিকভাবে বাংলা (Bengali) শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সাধারণতন্ত্র দিবসের (Republic Day) বিকেলে রাজভবনের চা চক্রেই বাংলায় হাতেখড়ি হল রাজ্যের সাংবিধানিক প্রধানের। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালকে ‘বর্ণপরিচয়’ উপহার দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose), বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Ray)-সহ বিশিষ্টরা।

এদিন বিকেল পাঁচটা নাগাদ রাজভবনের লনের মঞ্চের লালপাড় হলুদ শাড়ি পরা খুদে ‘গুরু’ রাজ্যপালকে বাংলায় হাতেখড়ি দেওয়ায়। আনন্দ বোসের হাতে ধরে স্লেটে অ-আ লেখা শেখায় খুদে ছাত্রী। রীতি মেনে স্বরবর্ণ উচ্চারণ করেন রাজ্যপাল। গুরুদক্ষিণা হাতে তুলে দেন ছোট বালিকার হাতে। এছাড়াও বেতনের একাংশ কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার হিসেবে দেবেন রাজ্যপাল।

এরপর বক্তব্য রাখতে উঠে রাজ্যপাল বলেন, তিনি বাংলা শিখতে চান। বলেন, “আমি বাংলাকে ভালোবাসি। বাংলার মানুষকে ভালোবাসি। সুভাষচন্দ্র বোস আমার দেশ নেতা”। রাজ্যপাল বক্তৃতা শেষ করেন, “জয় বাংলা, জয় হিন্দ” বলে।

বক্তৃতা দিতে উঠে রাজ্যপালের মাতৃভাষা মালায়ালামে তাঁকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলা বলতে উৎসাহী রাজ্যপাল। আমাদের কাছে এটা গর্বের বিষয়।” মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় ভাষা শেখা অত্যন্ত জরুরি। তিনি নিজেও মালায়ালাম স্লেটে লিখেছেন। একটি ছাত্রী রাজ্যপালকে হাতেখড়ি দেওয়ানোয় অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রী। তিনি জানান, ছোটদের শিক্ষার বিষয় গুরুত্ব দেওয়াটা তাঁদের কর্তব্য।

কর্মজীবনের শুরুতে দীর্ঘদিন কলকাতায় কাটিয়েছেন সিভি আনন্দ বোস। কবিগুরুর কবিতাও মুখস্থ আওড়াতে দেখা গিয়েছিল তাঁকে। ২৩ জানুয়ারি শ্যামবাজারে নেতাজির মূর্তিতে মাল্যদানের পরে নিজের পূর্ব কর্মস্থল এসবিআই-এর শাখাতেও যান রাজ্যপাল। কিছুক্ষণ সময় কাটান নিজের প্রাক্তন কর্মস্থলে। রাজ্যে আসার পর থেকেই বাংলা ভাষা শিক্ষার বিষয় আগ্রহ প্রকাশ করেছিলেন সিভি আনন্দ বোস। সরস্বতী পুজোর দিন থেকেই আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া শুরু হল।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version