Saturday, August 23, 2025

বং ক্রা*শ সুহত্রের সঙ্গে চুটিয়ে প্রেম দিতিপ্রিয়ার ! এক পোস্টেই বাজিমাত

Date:

Share post:

পর্দার ‘রাসমণি’র সঙ্গেই কি জুটি বাঁধছেন একেন বাবুর (Eken Babu) সহযোগী ‘বাপি বাবু’? একদিন আগে করা দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) ফেসবুক (Facebook) পোস্ট দেখে অন্তত এমন ধারণাই করছেন তাঁর ফ্যানেরা। সেই পোস্ট আবার শেয়ার করলেন সুহত্র মুখোপাধ্যায় (Suhatra Mukherjee) নিজেও। সবমিলিয়ে বেশ রোমান্টিক কেমিস্ট্রির আন্দাজ টলিউডের (Tollywood) অলি গলিতে। তবে ব্যাপারটা ঠিক কি বলুন তো?

আসলে শনিবার সুহত্রের কাঁধে চেপে ছবি তুলে সেটা পোস্ট করেছেন দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া ও সুহত্র (Ditipriya Roy and Suhotra Mukhopadhay ) দুজনেই বেশ হাসিখুশি একসপ্রেশনে ধরা দিয়েছেন সেখানে। অভিনেত্রী ছবির ক্যাপশানে লিখেছেন, ‘এখন এটা অফিসিয়াল। সঙ্গে থাকুন!’ ব্যাস এখান থেকেই জোর জল্পনা শুরু নেটিজেনদের । অনেকেরই উৎসুক প্রশ্ন তবে কি অভিনেতা সুহত্র মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিতিপ্রিয়া রায়? কেউ কেউ দিতিপ্রিয়াকে শুভেচ্ছাও জানিয়েছে ফেলেছেন। যদিও অভিনেতা বা অভিনেত্রী কেউই এই বিষয়ে কোনও কথা বলেননি। তবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বলছে বাস্তবে এনারা প্রেম করুন বা না করুন পর্দায় যে একসঙ্গে ধরা দিতে চলেছেন সেটা কনফার্ম। হইচই-এর ‘ডাকঘর’ ওয়েব সিরিজে এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। সেখানে দুজনেই লাভ বার্ডস। গ্রাম্য মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া, যাঁর প্রেমে পড়তে চলেছেন শহুরে ছেলে সুহত্র। তাই দিতিপ্রিয়া অফিসিয়াল বলতে কর্মসূত্র না ব্যক্তিগত জীবন, কোনটা কনফার্ম হওয়ার কথা বলছেন সেটা এখনও পরিষ্কার নয়। তবে ‘রানিমা’কে কাঁধে নিয়েই যেভাবে কলকাতার রাস্তায় ঘুরলেন একেন বাবুর প্রিয় সহযোগী, তাতে অনেকেই মনে করছেন প্রমোশনাল চমকের পাশাপাশি হয়তো ব্যক্তিগত জীবনেও নতুন কোন চমক দিতে চলেছেন এই তারকা জুটি। যদিও এর জন্য কিছুটা সময়ের অপেক্ষা। আপাতত দুজনেই নিজেদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত।

ছোটপর্দায় সবার মন জয় করার পর বাংলার পাশাপাশি এবার ওয়েব সিরিজের হাত ধরেই বলিউডে পা রেখেছেন দিতিপ্রিয়া রায়। ‘স্টোরিজ অন দ্যা নেকসড পেজ’এ দেখা যাবে দিতিপ্রিয়াকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় – এর(Prosenjit Chatterjee) সঙ্গে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন দিতিপ্রিয়া , এবার ‘যদি এমন হতো’ ছবিতে শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করছেন তিনি পাশাপাশি অনন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘অন্নপূর্ণা’-তে অভিনয় করছেন দিতিপ্রিয়া।

অন্যদিকে সুহত্র মুখোপাধ্যায়কে ‘দ্য একেন’ ছবিতে ফের একবার বাঙালির মাছে ভাতে গোয়েন্দার সফরসঙ্গী। এখন দিতিপ্রিয়া-সুহত্র কেমিস্ট্রি দর্শকের মন কতটা জয় করতে পারে সেটাই দেখার।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...