আইসিসি মহিলা অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারতীয় দল

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শেফালি ভর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ইংরেজরা।

আইসিসি মহিলা অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারতীয় দল। রবিবার ফাইনালে ইংল‍্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারতের মহিলা দল। ভারতীয় বোলারদের দাপটে এদিন মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ইংরেজরা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শেফালি ভর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ইংরেজরা। ইংল‍্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন রেয়ান ম‍্যাকডোনাল্ড। ১০ রান করেন নিয়াম হল‍্যান্ড। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী এবং প্রসাভি চোপড়া। একটি করে উইকেট নেন মন্নত কাশ‍্যপ, শেফালি ভর্মা এবং শোনাম যাদব।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল। তবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ১৫ রানে আউট হন শেফালি ভর্মা। ৫ রান করেন শোয়েতা। সৌম‍‍্যা তিওয়াড়ি ২৪ রানে অপরাজিত। গঙ্গাদি তৃশা করেন ২৪ রান।

আরও পড়ুন:রোহিতের পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন অশ্বিন

Previous articleযুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মার, কাঠগড়ায় বিজেপি
Next articleদুর্নী*তির সঙ্গে আপোস নয়! দলের প্রধানকে বরখাস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের