‘কেন্দ্র দেউলিয়া’, তথ্য তুলে ধরে দেখালেন অমিত মিত্র

কেন্দ্রীয় বাজেটের আগের দিন, মঙ্গলবার প্রকাশিত হল আর্থিক সমীক্ষা। তার ভিত্তিতে মোদী সরকারের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। তিনি বলেন, অর্থনীতিতে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিরাট ফারাক থেকে যাচ্ছে। তাঁর কথায়, ” সমীক্ষায় বলা হয়েছে, ২০২৩ সালের আর্থিক বছরে জিডিপির প্রকৃত বৃদ্ধি হতে পারে সাত শতাংশ। কিন্তু ২০২২-২৩ সালের বাজেটে বলা হয়েছিল, জিডিপি বাড়বে ৯.২ শতাংশ। সুতরাং আমরা বলতে পারি, দেশের মোট জাতীয় উৎপাদন যে হারে বাড়বে বলে আশা করা হয়েছিল, তা পূরণ হয়নি।”

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র দেওয়া তথ্য অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বরে দেশে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ। অমিত মিত্র বলেন, বেকারত্বের হার এখন যথেষ্ট উঁচু।এর ফলে সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। একইসঙ্গে তিনি বলেন, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাণিজ্যিক ঘাটতি হয়েছে দ্বিগুণ। ‘২২ সালের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে বাণিজ্যিক ঘাটতি ছিল ১৫ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। তার আগের বছর ওই সময় ঘাটতির পরিমাণ ছিল ৮ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রেও ছবিটা আশাব্যঞ্জক নয় বলে তিনি মনে করেন। তাঁর কথায়, “অর্থমন্ত্রক প্রকাশ্যে শিল্পমহলের কাছে আবেদন জানাচ্ছে, আপনারা বিনিয়োগ করুন। তা থেকেই বোঝা যায়, সরকার যে পরিমাণ বেসরকারি বিনিয়োগ হবে বলে আশা করেছিল, তা হয়নি।”

আরও পড়ুন- রুগ্ন শিল্পকে লাভের মুখ দেখাতে প্রস্তুত রাজ্য : শিল্পমন্ত্রী শশী পাঁজা

Previous articleরুগ্ন শিল্পকে লাভের মুখ দেখাতে প্রস্তুত রাজ্য : শিল্পমন্ত্রী শশী পাঁজা
Next articleহাইকোর্টের নির্দেশ তদন্ত করতে পারবে পুলিশ, শ্ম*শান দুর্নীতি কাণ্ডে বিপাকে শুভেন্দুর ভাই সৌমেন্দু