Sunday, November 16, 2025

মধ্যবিত্তের স্বস্তির বাজেটের গালভরা প্রশংসা মোদির, ‘অন্তসারশূন্য’ বলছেন অর্থনীতিবিদরা

Date:

২০২৩ সালের কেন্দ্রীয় বাজেট বুধবার সংসদে পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী(Finance Minister) নির্মলা সীতারমন(Nirmala Sitaraman)। এই বাজেটে মধ্যবিত্তকে খুশি করে ট্যাক্স(Tax) ছাড় দিয়েছে সরকার। এরপরই কেন্দ্রীয় বাজেটের(Central Budget) প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানালেন, এই বাজেটে দেশের বঞ্চিত মানুষদের গুরুত্ব দেওয়া হয়েছে। এই বাজেট দেশের কৃষক ও মধ্যমবর্গের মানুষের স্বপ্ন পুরণ করবে। যদিও বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দরিদ্র শ্রেনীর উন্নতির দিশা দেখাতে ব্যর্থ এই বাজেটকে অন্তঃসারশূন্য বলছেন অর্থনীতি বিশেষজ্ঞ মহল।

এদিন নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “অমৃতকালের এই প্রথম বাজেট উন্নত ভারতের বিশাল লক্ষ্য পূরণের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান অর্থাৎ পিএম বিকাশ কোটি কোটি বিশ্বকর্মাদের জীবনে একটি বড় পরিবর্তন আনবে।” তিনি আরও বলেন, গ্রাম ও শহরে বসবাসকারী আমাদের নারীদের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য অনেক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, তাঁদের আরও বেশি করে এগিয়ে নিয়ে লক্ষ্য নিয়েছে সরকার।” ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, “এই বাজেটে মহিলাদের জন্য একটি বিশেষ সঞ্চয় প্রকল্পও চালু করা হচ্ছে। এই বাজেট সমবায়কে গ্রামীণ অর্থনীতির মূল কেন্দ্র করে তুলবে। সমবায় গঠনের লক্ষ্যে বড় পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে এই বাজেটে। তিনি বলেন, ডিজিটাল পেমেন্টের সাফল্যকে কৃষি খাতে ব্যবহার করতে হবে।” পিএম মোদি বলেন, ‘আজ, যখন সারা বিশ্বে বাজরা জনপ্রিয় হয়ে উঠছে, ভারতের ক্ষুদ্র কৃষকরা এতে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। এখন এই ‘সুপার ফুড’কে ‘শ্রী অন্ন’ নামে একটি নতুন পরিচয় দেওয়া হয়েছে। এর কৃষিকাজ করে আমাদের ক্ষুদ্র কৃষক এবং আদিবাসী ভাই-বোনেরা আর্থিকভাবে লাভবান হবেন।

এর পাশাপাশি মধ্যবিত্তের ট্যাক্স ছাড়ের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের মধ্যবিত্ত শ্রেণী জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি প্রধান অঙ্গ। উন্নত ভারতের স্বপ্ন পূরণের জন্য মধ্যবিত্ত এক বিশাল শক্তি। এই মধ্যবিত্তদের ক্ষমতায়নের জন্য আমরা করের হারও কমিয়েছি।” তবে প্রধানমন্ত্রী যাই বলুন না কেন এই বাজেটকে অন্তঃসারশূন্য বলে আখ্যা দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে দেশে বেকারত্ব চরম আকার নিয়েছে অথচ এই বাজেটে একটা কথাও বেকারদের জন্য বলা নেই। চাকরি যা ছিল, তাও প্রায় উঠিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সেক্টরগুলো একে একে বিক্রি করে দেওয়া হচ্ছে। দেশের মূল্যবৃদ্ধি কামানোর বিষয়েও সরকারের তরফে কোনও আশার আলো দেখানো হয়নি। নিত্য জিনিসের দাম বাড়ছে। বাজেটে দেশের দরিদ্র মানুষের উন্নয়নে কোনও শব্দ উচ্চারন করেনি সরকার।

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version