‘তিন ফর্ম‍্যাটেই নিজের সেরা পারফরম্যান্স দিতে চাই’, কিউইদের বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়ে বললেন শুভমন

বুধবার কিউইদের বিরুদ্ধে শতরান করতেই নজির গড়েন শুভভন। কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে শতরান করেন তিনি।

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। তৃতীয় টি-২০ ম‍্যাচে কিউইদের বিরুদ্ধে বিরাট জয় পায় হার্দিক পান্ডিয়র দল। ১৬৮ রানে জয় পায় টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিলের দুরন্ত ইনিংস। ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আর এই পারফরম্যান্সের সুবাদে ম‍্যাচের সেরাও হন শুভমন। আর ম‍্যাচের সেরা হয়ে শুভমন জানিয়ে দিলেন তিন ফর্ম‍্যাটেই নিজের সেরা পারফরম্যান্স দিতে চান তিনি।

ম‍্যাচ শেষে শুভমন বলেন,” অনুশীলনে যা করেছি, সেটা মাঠে করতে পারলে ভাল লাগে। দলের হয়ে বড় ইনিংস খেলতে পেরে ভাল লাগছে। হার্দিক ভাই আমাকে বলেছিল নিজের মতো খেলতে। আলাদা ভাবে কোনও কিছু করার দরকার নেই বলেছিল ও। আমি সেটাই করেছি। দেশের জন্য খেলতে নামতে আমার কোনও ক্লান্তি নেই। আমার বিশ্রাম প্রয়োজন নেই। অনায়াসে তিন ধরনের ক্রিকেটে খেলতে পারি।”

বুধবার কিউইদের বিরুদ্ধে শতরান করতেই নজির গড়েন শুভভন। কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে শতরান করেন তিনি। আর এই সুবাদে টপকে যান সুরেশ রায়নাকে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Previous articleEntertainment : খসে গেল মুখোশ, আলিয়ার উপর অকথ্য অত্যাচারের অভিযোগ নওয়াজের বিরুদ্ধে!
Next articleযুবকের অস্বাভাবিক মৃ*ত্যুর তদন্তে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের