দুই বর্ধমানে ১৯৭ প্রকল্পের উদ্বোধন-ভিত্তি প্রস্তর স্থাপন, মুখ্যমন্ত্রীকে ঘিরে প্রবল উন্মাদনা

মুখ্যমন্ত্রী যখন সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দিচ্ছেন উপভোক্তাদের হাতে তখনও যেমন প্রবল হাততালি, তেমনি কোনো শিশুর হাতে টেডি বিয়ার তুলে দিচ্ছেন, তখনও উচ্ছ্বসিত সভা।

নতুন বছরের শুরুতে দুই বর্ধমানের (Burdwan) জন্য উজার করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার প্রশাসনিক সভা থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে ৫৩২ কোটি ৫ লক্ষ টাকার মোট ১৯৭ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী।

এদিন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমোর সভা ঘিরে নতুন প্রজন্মের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বালি গোদার মাঠে নামা থেকে তুমুল চিৎকারে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাল বর্ধমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয় হিন্দ – জয় বাংলা স্লোগানে গলা মেলালো তারা।

মুখ্যমন্ত্রী যখন সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দিচ্ছেন উপভোক্তাদের হাতে তখনও যেমন প্রবল হাততালি, তেমনি কোনো শিশুর হাতে টেডি বিয়ার তুলে দিচ্ছেন, তখনও উচ্ছ্বসিত সভা। বাংলার মানুষ যে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে তা বার বার জানান দিল বর্ধমান।

Previous articleপিএসজির হয়ে গোল করে রোনাল্ডোকে টপকে গেলেন মেসি
Next articleবিধানসভায় মুখ্যমন্ত্রী- জিটিএ প্রধানের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা !