পিএসজির হয়ে গোল করে রোনাল্ডোকে টপকে গেলেন মেসি

নজির গড়ার পাশাপাশি মন্টপেলিয়েরর বিরুদ্ধে দুরন্ত জয় পায় পিএসজি। মন্টপেলিয়েরকে ৩-১ গোলে হারা মেসিরা। মেসিরা জয় পেলেও এমবাপের জন্য দিনটা একদম ভাল যায়নি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গেলেন লিওনেল মেসি। দেশের জার্সিতে বিশ্বকাপ জিতে আগেই রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছিলেন লিও। এবার ক্লাবের জার্সিতেও সিআরসেভেনকে টপকে গেলেন মেসি। পিএসজির হয়ে মন্টপেলিয়ের হয়ে গোল করতেই রোনাল্ডোকে টপকে গেলেন তিনি।

এতদিন ইউরোপের সেরা ৫টি লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৬৯৬টি গোল ছিল তাঁর। কিন্তু মন্টপেলিয়ের বিরুদ্ধে এক গোল করতেই রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন মেসি। এই গোলের সুবাদে নিজের ৬৯৭তম গোল করলেন তিনি। রোনাল্ডোর থেকে ৮৪ ম্যাচ কম খেলে এই নজির গড়লেন মেসি।

নজির গড়ার পাশাপাশি মন্টপেলিয়েরর বিরুদ্ধে দুরন্ত জয় পায় পিএসজি। মন্টপেলিয়েরকে ৩-১ গোলে হারা মেসিরা। মেসিরা জয় পেলেও এমবাপের জন্য দিনটা একদম ভাল যায়নি। ২১ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

Previous articleWest Bengal Assembly : বাজেট অধিবেশনের আগে বিশেষ প্রশিক্ষণ, নয়া সিদ্ধান্ত অধ্যক্ষের
Next articleদুই বর্ধমানে ১৯৭ প্রকল্পের উদ্বোধন-ভিত্তি প্রস্তর স্থাপন, মুখ্যমন্ত্রীকে ঘিরে প্রবল উন্মাদনা