Wednesday, December 24, 2025

ধরাশায়ী হয়ে এবার প্রত্যাঘাত! হিন্ডেনবার্গের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের আদানি গোষ্ঠীর

Date:

Share post:

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি প্রতারণা সহ একাধিক অভিযোগ তুলে রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ(Hindenburg Report)। এরপর থেকেই হুড়মুড়িয়ে পড়তে শুরু করেছে আদানি গোষ্ঠীর(Adani group) একের পর এক শেয়ার। পরিস্থিতির জেরে বর্তমানে রীতিমতো কোণ ঠাসা ভারতের অন্যতম বৃহৎ এই ব্যবসায়িক সংস্থা। রীতিমতো ধরাশায়ী হয়ে এবার প্রত্যাঘাতে হাঁটল আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের বিরুদ্ধে দেশের সুপ্রিম কোর্টে(Supreme Court) এবার দায়ের করা হলো জনস্বার্থ মামলা।

সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় ইন্ডিয়ান মার্গের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ‘ইচ্ছাকৃত’ ভাবেই আদানি গ্রুপ বাজারে এফপিও (FPO) ছাড়ার আগেই ওই খবর ছড়িয়ে দিয়েছিল হিন্ডেনবার্গ। যে সকল অভিযোগ সংস্কার বিরুদ্ধে তোলা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা ও ব্যবসায়িক ক্ষতি করার পরিকল্পিত ষড়যন্ত্র। পিটিশানে আরো জানানো হয়েছে, হিন্ডেনবার্গের রিপোর্টে আনা সব অভিযোগ খতিয়ে দেখা হোক। পাশাপাশি দাবি করা হয়েছে, এর ফলে বিনিয়োগকারীদের প্রভূত ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করা হয়েছে পিটিশনে।

উল্লেখ্য, হিন্ডেনবার্গেরর রিপোর্ট প্রকাশ্যে আসার পর শেয়ার বাজারে লাগাতার রক্তক্ষয় রুখতে বাজেটের দিনই FPO প্রত্যাহার করে নিয়েছে আদানি গোষ্ঠী। শেয়ার বাজারে রক্তক্ষয়ের মধ্যে ২০ হাজার কোটি টাকার FPO বাজারে ছেড়েছিল আদানিরা। সেই শেয়ার পুরোপুরি বিক্রিও হয়ে গিয়েছিল। কিন্তু লাগাতার দর পড়ায় বিনিয়োগকারীদের মোটা অঙ্কের লোকসানের আশঙ্কা তৈরি হয়েছিল। তাই একপ্রকার মুখ বাঁচাতে FPO প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সংস্থা। এদিকে আদান-গোষ্ঠীর শেয়ারে ব্যাপক পতনের জেরে দেশের অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির তকমা খোওয়াতে হয়েছে ভারতকে। এই পরিস্থিতিতে ভারতকে টপকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে এসেছে ফ্রান্স। এক ধাক্কায় ৩.২ ট্রিলিয়ন ডলার কমে গিয়েছে ভারতের বাজার মূলধন। মাত্র ১০ কোটি ডলারের ব্যবধানে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ব্রিটেন। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবী জানানো হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে। সব মিলিয়ে পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে ক্রমশ।

spot_img

Related articles

নাবালিকা ধর্ষণ-খুন ফের ডবল ইঞ্জিন ওড়িশায়: পথ অবরোধ করে বিক্ষোভ

ধর্ষণ খুনের মতো ঘটনা ওড়িশায় বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্রমশ বেড়ে চলেছে। এবার তেমনই নৃশংস ঘটনার...

বিজয় হাজারেতে রাজকীয় ব্যাটিং রোহিতের, শতরানে বিরাট রেকর্ড কোহলির

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন রোহিত শর্মা-বিরাট কোহলি (Virat kohli...

পার্থ ভৌমিকের ভাবনায় কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগ! হবু কনেদের জন্য ‘দুয়ারে বেনারসি’

হবু কনেদের জন্য অভিনব উদ্যোগ নৈহাটি (Naihati) বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের। 'দুয়ারে বেনারসি' নামে চালু প্রকল্প। মুখ্যমন্ত্রী...

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা, মুম্বই সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে সিটি গ্রুপ!

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা! আইএসএলের অনিশ্চয়তার কারণে মুম্বই সিটির (Mumbai City FC) সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে প্রধান ইনভেস্টর...