Thursday, December 18, 2025

ফের বঞ্চিত বাংলা! কেন্দ্রীয় বাজেটে রাজ্যের বহু রেল প্রকল্পে বরাদ্দ মাত্র এক হাজার টাকা

Date:

Share post:

বাংলার প্রতি বঞ্চনার জারি রইল কেন্দ্রের ২০২৩-২৪ আর্থিক বাজেটে(Indian budget)। এ রাজ্যের বহু রেল প্রকল্প(Railway project) এবারও বঞ্চিত হলো কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণের জেরে। রাজ্যের একাধিক রেল প্রকল্পে এবারও কেন্দ্রের বরাদ্দের পরিমাণ মাত্র এক হাজার টাকা। শুক্রবার ২০২৩-২৪ অর্থবর্ষে কলকাতা মেট্রো(Kolkata metro) সহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ সংবলিত জোনভিত্তিক ‘পিঙ্ক বুক’ প্রকাশ করেছে রেলমন্ত্রক। তাতেই পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের একাধিক প্রকল্পে বাংলাকে বঞ্চনার ছবিটা স্পষ্ট।

রেলের বাজেটে কলকাতা মেট্রোতে বরাদ্দ বাড়ানো হলেও গত বেশ কয়েকটি আর্থিক বছরের মতো এবারও নামমাত্র বরাদ্দ করা হয়েছে রাজ্যের বহু রেল প্রকল্পে। বাংলা বঞ্চনার এই ছবিটা দেশবাসীর কাছে স্পষ্ট হওয়ার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, রেলমন্ত্রক অর্থবরাদ্দ করতে প্রস্তুত আছে। কিন্তু প্রকল্প রূপায়ণের জন্য জমি অধিগ্রহণ কিংবা আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে রাজ্যকেই সহযোগিতা করতে হবে। পাশাপাশি রেলমন্ত্রী এটাও জানান, ১১ হাজার ৯৭০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে বাংলার রেল বাজেটে।

চলতি বছরের রেলের বাজেটে বঞ্চনার শিকার হওয়া বাংলার রেল প্রকল্প গুলি তালিকায় রয়েছে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর নতুন লাইন। এই প্রকল্পে এবার বরাদ্দ মাত্র এক হাজার টাকা। একই হাল একলাখি-বালুরঘাট নতুন লাইন, সোনারপুর-ক্যানিং ডাবলিংয়েরও। এর পাশাপাশি বহু ক্ষেত্রে কমানো হয়েছে বরাদ্দের পরিমাণ। রেলের লিলুয়া এবং অণ্ডাল ওয়ার্কশপে গতবার যথাক্রমে ৫৭ লক্ষ ৪০ হাজার এবং তিন কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এবার তা কমে হয়েছে যথাক্রমে এক লক্ষ এবং এক কোটি টাকা। বর্ধমান-কাটোয়া গেজ পরিবর্তন প্রকল্পে বরাদ্দ ১০ কোটি থেকে কমে হয়েছে ৫ কোটি ১০ লক্ষ টাকা। চিনপাই-সাঁইথিয়া গেজ পরিবর্তনে অর্থ বরাদ্দই হয়নি। যদিও তারকেশ্বর-বিষ্ণুপুর নতুন লাইনের জন্য বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। এবার দেওয়া হয়েছে ১০১ কোটি ৮৫ লক্ষ টাকা।

spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...