Friday, November 7, 2025

ত্রিপুরা আমার ঘর, নিজের ঘরে এসেছি: আগরতলায় ভোট প্রচারে মমতা-অভিষেক

Date:

Share post:

ত্রিপুরায় তিনি নতুন নন। আগেও সেখানে গিয়ে মানুযের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন। নির্বাচনী প্রচারে আগারতলায় (Agartala) পৌঁছে সেই বার্তাই দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বিকেলে সেখান পৌঁছন মমতা। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিমানবন্দর থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “ত্রিপুরা আমার ঘর, আমি নিজের ঘরে এসেছি”।

এদিন বিমানবন্দরে মমতা ও অভিষেককে স্বাগত জানাতে আসেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)। সদ্য মাতৃহারা হয়েছেন তিনি। দলনেত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন রাজীব। তাঁকে সান্ত্বনা দেন মমতা। বিমানবন্দরের বাইরে তখন উপচে পড়া ভিড়। তৃণমূল সভানেত্রীকে দেখতে ভিড় জমিয়েছেন সেখানকার মানুষ। বিজেপির (BJP) বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরায় বিরোধীদের উপর অত্যাচার চালাচ্ছেন শাসকদল। সাংবাদিকদের উপর, সংবাদ মাধ্যমের উপর হামলা চালানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুস্মিতা দেব, দোলা সেনের মতো তৃণমূল সাংসদদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। সাধারণ মানুষ বঞ্চিত। এবার নির্বাচনে সেই সবেরই জবাব দিতে হবে বলে বার্তা দেন মমতা।

ত্রিপুরার সঙ্গে তাঁর যোগাযোগের কথা উল্লেখ করে তৃণমূল সুপ্রিমো বলেন, সন্তোষমোহন দেবের সঙ্গে এককাট্টা হয়ে আন্দোলন চালানোর কথা জানান মমতা। বলেন, ”ত্রিপুরা আমার ঘর, আমি নিজের ঘরে এসেছি”। বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, ত্রিপুরার মানুষ বাংলায় কথা বলেন। তাঁদের খাওয়া, পোশাক, চালচলন সবই পশ্চিমবঙ্গের মতোই। বিশেষ করে ত্রিপুরায় গিয়ে বাংলায় কথা বলতে পারেন, এটাই তাঁর সবচেয়ে ভালো লাগে বলে জানান মমতা। একই সঙ্গে ত্রিপুরার পার্বত্য অঞ্চলের মানুষেরও পাশে থাকার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। বিমানবন্দর থেকে বেরিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যান মমতা।

spot_img

Related articles

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...