মুর্শিদাবাদের সুতিতে আয়কর দফতরে হা*না

দিন কয়েক আগে আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানায় হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা ।এ বার সামশেরগঞ্জের পতাকা বিড়ির একাধিক অফিসে তল্লাশি আয়কর দফতরের আধিকারিকদের।

আরও পড়ুন:শুভেন্দুর হুমকির পরেই জাকির হোসেনের বাড়ি-কারখানায় আয়কর হানা! উদ্ধার বিপুল টাকা

বুধবার সাতসকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আয়কর দফতরের বেশ কয়েকজন আধিকারিক ওই বিড়ি কারখানায় প্রবেশ করেন। সামশেরগঞ্জে এই আয়কর হানাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পড়ে গিয়েছে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত, পার্ক স্ট্রিটে পতাকা বিড়ির সদ্র কার্যালয়ে ও মুর্শিদাবাদের সুতিতে আয়কর অভিযান চলছে। পাশাপাশি বুধবার সকালে সুতির পতাকা বিড়ি কারখানাতেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা।

মাস খানেক আগেই সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি, গোডাউনে তল্লাশি চালায় আয়কর দফতর। পাশাপাশি সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি ফ্যাক্টরীতেও তল্লাশি অভিযান চালানো হয়।এবার অওরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি ফ্যাক্টরীতে হানা দিল ইনকাম ট্যাক্স দফতর। সকাল সকাল পতাকা অফিসে ইনকাম ট্যাক্স ।দফতরে হানা ঘিরে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

 

nbsp;

Previous articleফের বাড়ল রেপো রেট! ঋণের সুদ বাড়ার আ*শঙ্কা
Next articleদু’দিন নিখোঁজ থাকার পর ভূমিকম্পে মৃ*ত তুরস্কের ফুটবলার