Saturday, May 3, 2025

সংসদে মোদির পোশাক ঘিরে জোর চর্চা, নীল জ্যাকেটের রহস্য কী!

Date:

Share post:

ফের নতুন পোশাকে নজর কাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। বুধবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের উপর লোকসভায় (Loksabha) বক্তব্য পেশ করতে আসেন প্রধানমন্ত্রী। এদিন সকালে তিনি সংসদে প্রবেশের পরই দেখা যায় একটি নীল জ্যাকেট (Blue Jacket) পরে এসেছেন মোদি। তবে এই পোশাক আর পাঁচটা সাধারণ পোশাকের মতো নয়। এটি একটি বিশেষ পোশাক। জানা গিয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি প্রধানমন্ত্রীর পরনের ওই জ্যাকেটটি। ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) তরফে প্রধানমন্ত্রীকে এই উপহার দেওয়া হয়েছে। তবে সংসদের যা বর্তমান অবস্থা সেইসময় নরেন্দ্র মোদির এই বিশেষ জ্যাকেটকে কেন্দ্র করে নেট দুনিয়ায় শোরগোল পড়েছে।

প্ল্যাস্টিকের বোতল পুনর্ব্যবহারযোগ্য (Recycle) করে এই জ্যাকেট তৈরি হয়েছে। উল্লেখ্য, গত সোমবার বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইকের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ইন্ডিয়ান অয়েল-এর তরফে তাঁকে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা জ্যাকেট উপহার দেওয়া হয়। সম্প্রতি সংস্থাটি পেট্রোল পাম্প এবং এলপিজি এজেন্সির কর্মীদের জন্য এই পোশাক তৈরি করার পরিকল্পনা করেছে। পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘আনবটলড ইনিশিয়েটিভ’ (Unbottled Initiatives)। জানা গিয়েছে মোট ১০ কোটি পুনর্ব্যবহারযোগ্য বোতল থেকে পোশাক তৈরি হবে।

উল্লেখ্য, গুজরাটে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত দর্জিকে দিয়েই এই জ্যাকেটটি তৈরি করিয়েছে ইন্ডিয়ান অয়েল। বুধবার প্রধানমন্ত্রীর পরনে যে জ্যাকেটটি ছিল, সেটি তৈরি করতে ১৫টি বোতল ব্যবহার হয়েছে। তবে ইন্ডিয়ান অয়েলের কর্মীদের জন্য যে ইউনিফর্ম তৈরি করা হবে, সেগুলির জন্য গড়ে ২৮টি বোতল ব্যবহার করা হবে।

তবে আদানি ইস্যুতে ইতিমধ্যে তোলপাড় সংসদ। তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা লাগাতার প্রধানমন্ত্রীর বিবৃতি চাইলেও মুখে কুলুপ এঁটেছেন তিনি। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে বিক্ষোভের মাত্রা। এর মধ্যে প্রধানমন্ত্রী নতুন পোশাক পড়লেও নজর সবচেয়ে বেশি নজরে পড়ছে বিরোধীদের ধরনা ও বিক্ষোভ প্রদর্শনের ছবি।

 

 

spot_img

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...