দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৬ রান মধ‍্যপ্রদেশের, বাংলা এগিয়ে ৩৮২ রানে

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মধ্যপ্রদেশ। মাত্র ১২ রানে আউট হন যশ দুবে। ২৩ রান করেন হিমাংশু মন্ত্রী।

রঞ্জি ট্রফির সেমিফাইনালে দ্বিতীয় দিনে ৪৩৮ রানে শেষ করল বাংলা। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৬ রান মধ‍্যপ্রদেশের। দ্বিতীয় দিনের শেষে বাংলা এগিয়ে ৩৮২ রানে।

রঞ্জি সেমিফাইনালে প্রথম দিনে অনুষ্টুপ মজুমদারএবং সুদীপ ঘরামীর জোড়া-শতরানের পর দ্বিতীয় দিনে বাংলার রান সংখ‍্যাকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মনোজ তিওয়াড়ি এবং উইকেটরক্ষক অভিষেক পোড়েল। মনোজ করেন ৪২ রান। অভিষেক করন ৫১ রান। শাহবাজ আহমেদ করেন ১৪ রান। প্রদীপ্ত প্রামাণিক করেন ২১ রান। প্রথম ইনিংসে বাংলার শেষ করে ৪৩৮ রানে।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মধ্যপ্রদেশ। মাত্র ১২ রানে আউট হন যশ দুবে। ২৩ রান করেন হিমাংশু মন্ত্রী। ব্যাট করতে নেমে দিনের শেষে ৫৬ রানে দুই উইকেট হারিয়ে বসে মধ‍্যপ্রদেশ। বাংলার হয়ে আকাশ দীপ এবং ইশান পোড়েল পেয়েছেন একটি করে উইকেট। তৃতীয় দিনে বাংলার বোলারদের প্রধান লক্ষ্য হতে চলেছে যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রদেশের বাকি উইকেটগুলি তুলে নেওয়া।

আরও পড়ুন:সুর নরম মিয়াঁদাদের, বললেন মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে