Friday, November 7, 2025

সরকার কী পদক্ষেপ নিয়েছে? আদানি ইস্যুতে সুপ্রিমকোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র ও সেবি

Date:

Share post:

হিন্ডেনবার্গের রিপোর্ট(Hindenbarg Report) প্রকাশ্যে আসার পর শেয়ার বাজারে ব্যাপক ধসের মুখে পড়েছে আদানি গ্রুপের একের পর একই শেয়ার। আদানি কাণ্ডে মামলাও দায়ের হয়েছে দেশের শীর্ষ আদালতে(Supreme Court)। শুক্রবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হল সেবি(SEBI) ও কেন্দ্রের মোদি সরকারকে(Modi Govt)। আদালত জানতে চায়েছে শেয়ারবাজারে ধস নামার নেপথ্যে কারণ কী? পাশাপাশি হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর কেন্দ্র কী কী পদক্ষেপ নিয়েছে?

আদানি ইস্যুতে আইনজীবী এমএল শর্মা এবং বিশাল তিওয়ারির তরফে দায়ের মামলার শুনানিতে শীর্ষ আদালত সেবি ও কেন্দ্রের কাছে জানতে চায় হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট প্রকাশ্যে আসার পর কেন শেয়ার বাজারে ধস নামল? ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য কী ধরনের কঠোর নিয়মাবলি লাগু করা যেতে পারে? সুপ্রিম কোর্টের বেঞ্চ এদিন সলিসিটর জেনারেলকে নির্দেশ দেন, কেন্দ্র ও সেবির সঙ্গে পরামর্শ করে রিপোর্টটি তৈরি করতে হবে। সরকারি বাজার নিয়ন্ত্রণে রাখতে আইনে কোনও বদল প্রয়োজন কি না, তা সুনিশ্চিত করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শও দেওয়া হয়েছে। বর্তমানে শেয়ার বাজারে লগ্নি করে মধ্যবিত্তদের একটি বড় অংশ। সে কথা মাথায় রেখে বাজার যাতে মসৃণ ভাবে চলে এবং লগ্নিকারীরা যাতে সুরক্ষিত থাকেন, সে বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদানি ইস্যুতে সম্প্রতি দেশের শীর্ষ আদালতে দুটি আলাদা জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন দুই আইনজীবী। যেখানে দাবি করা হয়েছিল, অবিলম্বে তদন্ত শুরু করা হোক এই ঘটনার। একটি বিশেষ কমিটি গঠন করা হোক, যারা হিন্ডেনবার্গ সংস্থার (Hindenburg Group) অভিযোগগুলি খতিয়ে দেখবে। ৫০০ কোটি টাকার যে ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলিকে, সেগুলিও খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন মামলাকারী। মামলাকারীর বক্তব্য, “অসংখ্য সাধারণ মানুষ যারা তাদের জীবনের সমস্ত পুঁজি এই ধরণের স্টক মার্কেটগুলিতে লাগিয়েছেন, তাঁদের কাছে এটা বড় ধাক্কা। এত টাকা সম্পূর্ণ জলে চলে গিয়েছে তাঁদের।” শুক্রবার ছিল এই মামলারই শুনানি।

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...