Thursday, August 21, 2025

ভ্যালেন্টাইন্স সপ্তাহে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের উদ্যোগে বর্ণময় পথ নিরাপত্তা প্রচার !

Date:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)’সেফ ড্রাইভ সেভ লাইফ’ (Safe Drive Save Life)কর্মসূচি চালু করার পর থেকে রাজ্যের বুকে দু*র্ঘটনার সংখ্যা অনেক কমেছে। ভ্যালেন্টাইন্স সপ্তাহ (Valentines Week) উপলক্ষ্যে ৭ থেকে ১৪ ফ্রেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার সপ্তাহে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের (Howrah Bridge Traffic Guard) ওসি সৌভিক চক্রবর্তীর (OC Souvik Chakraborty)উদ্যোগে এক বর্ণময় পথ নিরাপত্তা প্রচার কর্মসূচি গ্রহণ করা হল। ব্রেবোর্ন রোডের অনুষ্ঠানে ওসি ছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগিজ চার্চের (Portuguese Church) ফাদার ফ্র্যাঙ্কলিন মেনেরস-সহ (Father Franklineros)অন্যান্য সদস্যরা। স্কুল পড়ুয়ারাও সক্রিয় ভাবে এই অনুষ্ঠানে যোগদান করেন।

রাস্তায় যাতে ট্রাফিক সংক্রান্ত কোনও সমস্যা না হয় এবং মানুষ সচেতন থাকেন সেই কথা মাথায় রেখে পর্তুগিজ চার্চ, ক্যাথেড্রাল অফ মোস্ট হোলি রোজারির পাশে ব্রেবোর্ন রোডে একটি বিশাল রঙিন সড়ক নিরাপত্তা অভিযানের (Road Safety Week) আয়োজন করেছিলেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের (Howrah Bridge Traffic Guard)ওসি সৌভিক চক্রবর্তী। চার্চের ফাদার ফ্র্যাঙ্কলিন মেনেজেস এবং অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তেরাপন্থী জৈন বিদ্যালয়ের (Terapanthi Jain Vidyalaya)পড়ুয়ারা পথচারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বুঝিয়ে দেন যাতে এইধরনের ভুলের যেন পুনরাবৃত্তি না হয়, সঙ্গে আবার গোলাপ এবং চকলেট বিতরণ করেন তাঁরা। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে লিফলেটও বিতরণ করা হয়।

সৌভিক চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ওভারটেকিং,অপ্রয়োজনীয় হর্ন, মোবাইলের ব্যবহার, ভুল পার্কিং এবং অতিরিক্ত গতির ঝুঁকি রোধে বিশেষ জোর দেওয়া হয়। স্থানীয়রা ওসির এই পদক্ষপের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ড যেভাবে একাধিক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে তাও সমাজের বিভিন্ন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version