পথ দুর্ঘ*টনার (Road Acci**dent)জেরে উত্তে*জনা ছড়ালো জলপাইগুড়ির (Jalpaiguri) অম্বিকানগরে (Ambika Nagar)। ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মর্মা*ন্তিক মৃ*ত্যুর পরই প্রতিবাদে সামিল হন স্থানীয়রা। উত্তেজিত জনতা দুটি ট্রাকে আ*গুন লাগিয়ে দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গাড়ির বেপরোয়া গতির বলি এক বাইক আরোহী। দুর্ঘ*টনা ঘিরে রণ*ক্ষেত্র জলপাইগুড়ির অম্বিকানগর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এরপর উত্তেজিত জনতা পুলিসের ওপর চওড়া হলে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পালটা লাঠিচার্জ করতে হয় বলেই পুলিশ সূত্রে খবর।
