Sunday, May 4, 2025

ভোলেননি ‘পূর্বাশ্রম’! তৃণমূল কাউন্সিলরের জীবনযাত্রা দেখে মুগ্ধ সকলেই

Date:

কাউন্সিলর (Councilor) হলেও এতটুকু বদলে যাননি তিনি। আগেও যেমন ছিলেন জীবনযাত্রার মান কিছুটা হলেও পরিবর্তিত হলেও একইরকম রয়েছেন তিনি। ওয়ার্ডের (Ward) পাশাপাশি দলের সমস্ত খুঁটিনাটি কাজ নিজে হাতে সামলালেও ভুলে যাননি তাঁর আগের জীবনকে। জনপ্রতিনিধি হলেও প্রতিদিন ভোরে সবজি বিক্রেতার (Vegetables Seller) ভূমিকায় দেখতে পাওয়া যায় চন্দ্রকোণা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমর দলুইকে (Samar Dolui)। আর জনপ্রতিনিধির এমন প্রয়াসকে কুর্ণিশ জানিয়েছেন এলাকাবাসীরা। কাউন্সিলর হলেও এখনও প্রতিদিন ভোর রাতে সবজির পসরা নিয়ে চন্দ্রকোণার (Chandrakona) রেগুলেটেড বাজারে পৌঁছে যান তিনি।

তৃণমূল কাউন্সিলর বলেন, আমি তো বরাবরই সবজি বিক্রি করি। ভোটে জিতে কাউন্সিলর তো পরে হয়েছি। তার আগে থেকেই আমি এই কাজের সঙ্গে যুক্ত। এই সবজি আমি নিজেই চাষ করি। সেগুলিই পাইকারি বাজারে বিক্রি করি। দীর্ঘ ১৪ বছর ধরে আমি এই কাজ করে আসছি। পাশাপাশি এক সময় আমি রঙের কাজও করেছি। এখন সবজি বিক্রি সেরে বাড়ি ফেরার পথে ওয়ার্ডে ঘুরে বাড়ি ফিরি। তারপর বাড়িতে স্নান খাওয়া সেরে পুরসভা যাই।

এলাকাবাসীরা জানিয়েছেন, মনের মতো কাউন্সিলর পেয়েছেন তাঁরা। দলের কাজ, এলাকার কাজ সামলেও নিজের পুরনো অভ্যাসকে ছাড়েননি তিনি। মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড। ভোটে জিতে এবার সেখানে কাউন্সিলর হয়েছেন স্থানীয় দলমাদল গ্রামের বাসিন্দা বছর চৌত্রিশের সমর দলুই। উল্লেখ্য, সমরের ছোট একটা পাকা বাড়ি রয়েছে। সামনের অংশ টিন দিয়ে ঘেরা। তাতে দু’টো ঘর রয়েছে। আর বাড়িতে মা, বাবা, স্ত্রী, দুই সন্তান রয়েছে। এছাড়াও মাঝে দু’বছর কোভিডে লকডাউনের সময় একটি অনলাইন সংস্থায় ডেলিভারি বয় (Delivery Boy) হিসাবেও কাজ করেছেন সমর। তবে তাঁর কথায়, যেখানেই পৌঁছন না কেন, সততাই তাঁর জীবনের মূল পুঁজি।

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version