রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ! নিজের কেন্দ্রেই জনরোষের মুখে শান্তনু   

তবে এদিন বিপাকে পড়ে শান্তনুর সাফাই, সাংসদ তহবিলের টাকা বন্ধ থাকায় আপনাদের রাস্তা মেরামত হয়নি। তবে অবিলম্বে এই রাস্তা মেরামতের ব্যবস্থা করে দেব।

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার আগেই এবার নিজের এলাকাতেই জনরোষের মুখে পড়লেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদকে (BJP MP) ঘিরে বিক্ষোভে উত্তাল উত্তর ২৪ পরগনার বনগাঁ (Bongaon)। এদিন রাস্তা সংস্কারের দাবিতে তাঁর গাড়ি ঘিরে ক্ষোভ জানান স্থানীয়রা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গাড়ি থেকে নেমে আসতে বাধ্য হন শান্তনু। স্থানীয়দের অভিযোগ, সংসদের তহবিলে বরাদ্দ টাকা থেকে রাস্তা সংস্কারের জন্য এক পয়সাও খরচ করা হয়নি। এমনকি এদিন শান্তনুর সামনে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন স্থানীয়রা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। কারও দেখা পাওয়া যায়নি। আবার ভোট আসছে, তাই সবাই এবার জড়ো হচ্ছেন গ্রামে। রবিবার বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদার এই আউলডাঙা গ্রাম দিয়েই যাচ্ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে জনরোষের (Protest) মুখে পড়েন তিনি।  তবে এদিন বিক্ষুব্ধদের মধ্যে অধিকাংশই ছিলেন গ্রামের মহিলা। তাঁদের অভিযোগ, এই পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। ২০১৮ সালে বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে পঞ্চায়েতে জিতিয়েছিলেন স্থানীয়রা। পরবর্তী কালে বিজেপিকে (BJP) ভোট দিয়েও কেন রাস্তার কোনও উন্নতি হল না, তা নিয়েই এদিন প্রশ্ন তোলেন স্থানীয়রা।

তবে এদিন বিপাকে পড়ে শান্তনুর সাফাই, সাংসদ তহবিলের টাকা (Money from MP Lad) বন্ধ থাকায় আপনাদের রাস্তা মেরামত হয়নি। তবে অবিলম্বে এই রাস্তা মেরামতের ব্যবস্থা করে দেব। তা বলার পরও বিক্ষোভ থামেনি। এরপরই স্থানীয়রা জানান, এই রাস্তা সঠিক সময়ে মেরামত না হলে আমরা ভোট বয়কট করব।