Sunday, August 24, 2025

বিজেপির ভয়ের কিছু নেই, ভিত্তিহীন প্রচার বিরোধীদের: আদানি ইস্যুতে মুখ খুললেন শাহ

Date:

আদানি ইস্যুতে(Adani) জাতীয় রাজনীতি যখন তোলপাড়। আদানির সংস্থার বাড়বাড়ন্তের পিছনে খোদ মোদি সরকারের(Modi Govt) হাত রয়েছে বলে অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা। ঠিক সেই সময় প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। স্পষ্ট ভাষায় এদিন শাহ জানালেন, সুপ্রিমকোর্টে(Supreme Court) বিচারাধিন একটি বিষয় নিয়ে আমি মুখ খুলতে চাই না তবে আদানি ইস্যুতে বিজেপির ভয় পাওয়ার কিছু নেই লুকোনোরও কিছু নেই।

মঙ্গলবার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিষয়টি সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন। মন্ত্রী হিসাবে এই নিয়ে আমার কথা বলা উচিত নয়। তবে আদানি প্রসঙ্গে বিজেপি কিছুই লুকোতে চায় না। কোনও কিছুতেই বিজেপির ভয়ের কারণ নেই।” উল্লেখ্য, মোদি জমানায় রকেটের মতো সম্পত্তি বৃদ্ধি হয়েছে আদানি গোষ্ঠীর। ২০১৪ সালের পর থেকে ম্যাজিকের মতো আদানির এই সম্পত্তি বৃদ্ধির পিছনে খোদ মোদি সরকারের হাত রয়েছে বলে সংসদে অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদেও এই ইস্যুতে একটি শব্দ খরচ করতে দেখা যায়নি নরেন্দ্র মোদিকে। এহেন পরিস্থিতির মাঝে এবার এই ইস্যুতে মুখ খুললেন অমিত শাহ।

এদিকে শীর্ষ আদালতে আদানি নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকার ও সেবিকে। শেয়ার বাজারে ধস নামার নেপথ্য কারণ কী, হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর থেকে কী পদক্ষেপ করা হয়েছে। এমনই বেশ কিছু প্রশ্ন করে শীর্ষ আদালত। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশেই বিশেষজ্ঞ কমিটি গঠন করে কেন্দ্র। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version