Thursday, December 25, 2025

বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে দিয়েছেন, পার্থ ধ্বংস করেছেন : খোঁচা ইডির

Date:

Share post:

বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে  খোঁচা ইডির আইনজীবীর। মঙ্গলবার জামিনের আবেদনের শুনানির সময় ইডির আইনজীবী আদালতে পার্থকে স্মরণ করিয়ে দিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। এদিন শুনানির শুরুতেই কটাক্ষ করে দু’টি তারিখের উল্লেখ করেন তিনি। প্রথমটি, ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি, ১৯৫২ সালের ৬ অক্টোবর।  অর্থাৎ ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর জন্মেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৯৫২ সালের ৬ অক্টোবর জন্মেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন,  ওই দু’দিন দু’জন মহান পুরুষ জন্মেছিলেন। এক জন বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অন্যজন কুখ্যাত পার্থ চট্টোপাধ্যায়। যিনি বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। এক জন শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গিয়েছেন। অন্যজন ১০০ বছর পিছিয়ে দিয়েছেন।

এই প্রসঙ্গে পার্থের আইনজীবী জীবনকৃষ্ণ শ্রীবাস্তব বলেন, বিদ্যাসাগর অসামান্য কাজ করেছেন ঠিকই। কিন্তু পার্থ কী করেছেন যে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিয়েছেন?  শুনানিতে এই দিনও আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়।ব্যাঙ্কশাল আদালতে পার্থের আইনজীবী বলেন, এটা সংগঠিত অপরাধ নয়। আর্থিক তছরুপের মামলা শুধুমাত্র ইডি তদন্ত করতে পারে। আমরা জামিনের আবেদন করেছি।

উল্লেখ্য, এখনও জেল-মুক্তি হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর জুলাই মাসে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি তাঁকে গ্রেফতার করার পর, প্রথমে ইডি হেফাজত ও পরে জেল হেফাজত হয়। পরবর্তীতে সিবিআই পার্থকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল। সেই মামলায় ফের জেল হেফাজত হয় পার্থর। আর অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি নগদ টাকা।সেই টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ আছে কি না,  সেটা নিয়েও তদন্ত করছেন ইডি আধিকারিককরা।

 

 

spot_img

Related articles

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...

স্থান পেলেন না কোন ক্রিকেটার, অর্জুনের তালিকায় উজ্জ্বল তিন বঙ্গ কন্যা

বছর শেষ হতে হাতে বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে চর্চায় জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা । কেন্দ্রের নির্বাচক...