Friday, November 14, 2025

বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে দিয়েছেন, পার্থ ধ্বংস করেছেন : খোঁচা ইডির

Date:

বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে  খোঁচা ইডির আইনজীবীর। মঙ্গলবার জামিনের আবেদনের শুনানির সময় ইডির আইনজীবী আদালতে পার্থকে স্মরণ করিয়ে দিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। এদিন শুনানির শুরুতেই কটাক্ষ করে দু’টি তারিখের উল্লেখ করেন তিনি। প্রথমটি, ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি, ১৯৫২ সালের ৬ অক্টোবর।  অর্থাৎ ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর জন্মেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৯৫২ সালের ৬ অক্টোবর জন্মেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন,  ওই দু’দিন দু’জন মহান পুরুষ জন্মেছিলেন। এক জন বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অন্যজন কুখ্যাত পার্থ চট্টোপাধ্যায়। যিনি বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। এক জন শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গিয়েছেন। অন্যজন ১০০ বছর পিছিয়ে দিয়েছেন।

এই প্রসঙ্গে পার্থের আইনজীবী জীবনকৃষ্ণ শ্রীবাস্তব বলেন, বিদ্যাসাগর অসামান্য কাজ করেছেন ঠিকই। কিন্তু পার্থ কী করেছেন যে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিয়েছেন?  শুনানিতে এই দিনও আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়।ব্যাঙ্কশাল আদালতে পার্থের আইনজীবী বলেন, এটা সংগঠিত অপরাধ নয়। আর্থিক তছরুপের মামলা শুধুমাত্র ইডি তদন্ত করতে পারে। আমরা জামিনের আবেদন করেছি।

উল্লেখ্য, এখনও জেল-মুক্তি হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর জুলাই মাসে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি তাঁকে গ্রেফতার করার পর, প্রথমে ইডি হেফাজত ও পরে জেল হেফাজত হয়। পরবর্তীতে সিবিআই পার্থকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল। সেই মামলায় ফের জেল হেফাজত হয় পার্থর। আর অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি নগদ টাকা।সেই টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ আছে কি না,  সেটা নিয়েও তদন্ত করছেন ইডি আধিকারিককরা।

 

 

Related articles

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...
Exit mobile version