Thursday, August 21, 2025

বাংলাদেশে বিত*র্কে বিশ্বকবি ! মুখে টেপ বইয়ে পেরেক নিয়ে রক্তা*ক্ত ‘গীতাঞ্জলি’

Date:

Share post:

একুশে ফেব্রুয়ারি ( International Mother Language Day) আসতে আর বেশি দিন বাকি নেই , তার আগেই বিতর্কে বাংলাদেশের (Bangladesh) ভাস্কর্য (Sculpture)। টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে স্থাপন করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) একটি ভাস্কর্য (Sculpture)। আর সেই নিয়েই শুরু হয়েছে বিত*র্ক। কারণ সেখানে দেখা গেছে বিশ্বকবির মুখে টেপ আর হাতে ধরে থাকা ‘গীতাঞ্জলি’তে রক্তা*ক্ত পেরেক। তাহলে কি কবির বাক স্বাধীনতাকে রোধ করার চেষ্টা হল? বিশ্বকবির কলম রুদ্ধ করে দেওয়ার ভাবনা এলই বা কোথা থেকে? ইতিমধ্যেই এই নিয়ে বিত*র্ক দানা বেঁধেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) চারুকলা অনুষদ এবং বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী এই ভাস্কর্য নির্মাণ করেছেন বলে জানা যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) রচিত ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত। আর সেখানেই কি না এইভাবে বিশ্বকবির ভাস্কর্য ঘিরে বিতর্ক ! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিশ্বকবির এই ভাস্কর্যের মাধ্যমে মানুষকে তাঁদের বাক ও মতপ্রকাশে স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়েছে। এই যুক্তির প্রেক্ষিতেও তৈরি হয়েছে আরও এক বিতর্ক। বিদ্বজনেরা বলছেন বারবার বিশ্বকবিকে নিয়ে কেন এত জল ঘোলা? নির্মাণকাজের সঙ্গে যুক্ত শিমুল কুম্ভকার (Shimul Kumbhakar) বলছেন, তাঁরা এমন কিছু তৈরি করতে চেয়েছেন, যা মানুষকে কথা বলতে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভাবতে বাধ্য করবে। একাধিক বই নিষিদ্ধ করার মতো ঘটনায় মানুষের মুক্তচিন্তা ও স্বাধীন মত প্রকাশ বাধাপ্রাপ্ত হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

মঙ্গলবারেই ভাস্কর্য স্থাপন করা হলেও, বৃহস্পতিবার মূর্তি সম্পূর্ণ উধাও। কেউ বা কারা তা সরিয়ে নিয়ে গিয়েছেন। সেই স্থানে দেখা গেছে একটি ব্যানার, তাতে লেখা – ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ।’ ফের শুরু নতুন বিতর্ক!

 

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...