Friday, May 23, 2025

তৃণমূল ম্যাজিকে পরিবর্তনের স্বপ্নে মজে মেঘরাজ্য, জনসমুদ্রে ভাসলেন অভিষেক

Date:

Share post:

দেখে বোঝার উপায় নেই, মাত্র ১ বছর আগেও মেঘালয়ে(Meghalaya) সেভাবে সংগঠনই ছিল না তৃণমূলের(TMC)। অথচ মাত্র ১ বছরের মধ্যে জায়গায় জায়গায় সংগঠন বৃদ্ধিতো বটেই, মানুষের স্বতস্ফূর্ত ভালোবাসায় ফুলেফেঁপে উঠেছে জোড়াফুল। ট্যুরিজম নির্ভর অর্থনীতির রাজ্য মেঘালয়ে নির্বাচনী ডাকে কাঠি পড়েছে। নির্বাচনী প্রচারে নেমেছে সব রাজনৈতিক দল। তবে বাকিদের মাঝে ব্যাতিক্রমী তৃণমূল। ঘাসফুল শিবিরের একের পর এক জনসভায় উপচে পড়ছে মানুষের ভিড়। সাম্প্রতিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) জনসভায় সেই ছবি আরও স্পষ্ট ভাবে ফুটে উঠেছে।

নির্বাচনী প্রচারে বর্তমানে মেঘালয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যজুড়ে তৃণমূল প্রার্থীদের সমর্থনে একের পর এক কর্মসূচি ও জনসভা করছেন তিনি। অভিষেকের এই জনসভায় যতদূর চোখ যায় সেখানে শুধুই তৃণমূলের পতাকা হাতে মানুষের ভিড়। বুধবার তুরায় পদযাত্রা ও জনসভার পর। বৃহস্পতিবার গারো পাহাড়ের আমপাতি ও উইলিয়ামনগরে অভিষেকের জনসভায় দেখা গেল একই ছবি। সভামঞ্চ থেকে যতদূর চোখ যায় দেখা যাচ্ছে নতুন মেঘালয়ের স্বপ্ন বুকে নিয়ে ভিড় জমাচ্ছেন কাতারে কাতারে মানুষ। মেঘালয়ে তৃণমূলের প্রতি মানুষের উৎসাহ-উদ্দীপনা থেকে রাজনৈতিক মহলের অনুমান পরিবর্তনের অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে মেঘালয়ে। মানুষের ভিড়ের ছবিই কার্যত বুঝিয়ে দিচ্ছে বাংলার পর দ্বিতীয় কোনও রাজ্যে শাসকের আসনে পা রাখতে চলেছে ঘাসের উপর জোড়াফুল।

আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন। বিজেপি ও এনপিপির জোট সরকারকে উৎখাত করতে মেঘালয়বাসীকে নতুন ভিশন দিয়েছে তৃণমূল। সেখানে রয়েছে বাংলার মতো উন্নয়ন, My Card, We Card এর মতো একের পর এক সামাজিক প্রকল্প। মেঘালয়বাসীর হৃদয়ে তৃণমূল স্বপ্ন বুনেছে দিল্লি ও অসমের কথায় ওঠবস করা পুতুল সরকার নয়, মেঘালয় তার গৌরব ফিরে পাবে। মেঘালয়ে এমন এক ভূমিপুত্র রাজ্য চালাবেন যে মথা নত করে নয় নিজেদের অধিকার দিল্লি থেকে ছিনিয়ে আনবে। জায়গায় জায়গায় গিয়ে মানুষের কাছে এই কথাই বলছেন, মমতা, অভিষেক, মুকুল সাংমারা। যেখানে উদাহরণ তুলে ধরা হচ্ছে বাংলার। আর সেই পথে নতুন মেঘালয়ের স্বপ্ন বুকে নিয়ে তৃণমূলের জনসভায় ভিড় জমাচ্ছেন মেঘ রাজ্যের বাসিন্দারা।

spot_img

Related articles

জাপান সংসদের স্পিকারকে বাংলায় আমন্ত্রণ: দুদিনের সফর শেষে জানালেন অভিষেক

ভারতে সন্ত্রাসবাদ বিরোধী শক্তিকে দমন করতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বের শক্তিধর দেশগুলির সমর্থন আদায়ে উদ্যোগী ভারত। মিত্র দেশগুলিতে ভারতের...

ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রাজ্যের

কৃষকদের ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন (Cold Chain) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।...

পুলিশ মহলে উৎসাহ জোগাবে: এভারেস্ট জয়ী দেহরক্ষী লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা CP মনোজ বর্মার

মাউন্ট এভারেস্ট জয় করে কলকাতা পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষীকান্ত মণ্ডল (Lakkhikanta Mandol)। লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা জানাতে শুক্রবার...

সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা

সন্তোষ জয়ী(Santosh Trophy) বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। আগামী ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে...