Thursday, July 3, 2025

শনিবারই চলতি বছরের চারধাম যাত্রার দিনক্ষণ ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। কিন্তু তারপর জোশীমঠের কাছে বদ্রীনাথ হাইওয়েতে নতুন করে অন্তত ১০টি ফাটল দেখা দিল। স্থানীয়রা জানিয়েছেন, জোশীমঠ এবং মারওয়ারি এলাকার মাঝে বদ্রীনাথ হাইওয়েতে এই ফাটলগুলি দেখা গিয়েছে। বদ্রীনাথ সড়কের একটি ছোটখাটো অংশ বসে গিয়েছে বলেও দাবি তাঁদের। আর এরপরই চারধামে যাত্রা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, কোনও ফাটল রয়েছে স্টেট ব্যাঙ্কের শাখার সামনে, কোনও ফাটল রয়েছে রেলওয়ে গেস্ট হাউজের কাছে, কোনওটি আবার মারওয়াড়ি সেতুর পাশে। বদ্রীনাথ সড়কের একটি ছোটখাটো অংশ বসে গিয়েছে। ফাটল ক্রমেই চওড়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন:জোশীমঠ ধসে বেশি মানুষের ক্ষতি হয়নি! শাহের সঙ্গে বৈঠকের পর মন্তব্য ধামির

জোশীমঠ বাঁচাও সংঘর্ষ সমিতি নামের স্থানীয় একটি নাগরিক সমিতি জোশীমঠের নানা সমস্যার কথা তুলে ধরে। তার সদস্যদের অভিযোগ,উত্তরাখণ্ডের বিজেপি সরকার ফাটল নিয়ে বিস্তারিত তথ্য দিচ্ছে না। একাধিক স্থানে পুরনো ফাটল আরও চওড়া হয়েছে। নতুন ফাটলও মাথাচাড়া দিচ্ছে জোশীমঠের অলিগলিতে।

এর আগে হাইওয়েতে বেশ কিছু ফাটলে সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, রাস্তার সে সব অংশও নতুন করে ফাটতে শুরু করেছে। স্থানীয়রা যা নিয়ে আতঙ্কিত। বিশেষজ্ঞেরা এই পরিস্থিতিতে চারধাম যাত্রার আয়োজন নিয়ে চিন্তিত।
এদিকে, শনিবার উত্তরাখণ্ড সরকারের ঘোষণা অনুযায়ী, চারধাম যাত্রার অনলাইন পোর্টাল খুলবে আগামী ২৭ এপ্রিল থেকে। কেদারনাথের তীর্থযাত্রা শুরু হবে ২৫ এপ্রিল। গত বছর বদ্রীনাথে তীর্থযাত্রীর সংখ্যা ছিল ১৭ লক্ষেরও বেশি। যা নজির গড়েছিল। বিশেষজ্ঞদের মতে, ফাটতে থাকা রাস্তার উপর দিয়ে চারধাম যাত্রার সময় অসংখ্য গাড়ি চলবে। তাতে রাস্তা আরও ফেটে বা নীচের দিকে বসে যেতে পারে ।অবিলম্বে এই ক্ষতিগ্রস্ত অংশগুলি পর্যবেক্ষণ ও মেরামত প্রয়োজন, মত বিশেষজ্ঞদের।

 

 

Related articles

সিদ্ধান্ত নেবে ট্রাস্ট, হস্তক্ষেপের অধিকার নেই কারও: দালাই লামার উত্তরসূরি নিয়ে চিনকে কড়া বার্তা ভারতের

দালাই লামার (Dalai Lama) উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফের দানা বাঁধল আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা। সম্প্রতি তিনি ঘোষণা...

TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসকনের রথদর্শন করে ঐক্য-সাম্য-শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

এবার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রায় (RathYatra) উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে...

গিলের দ্বিশতরান, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ভারত অধিনায়কের

দলের সবচেয়ে কঠিন সময়ে হাল ধরলেন। সেইসঙ্গেই ইংল্যান্ডের মাটিতে তৈরি করলেন নতুন ইতিহাস। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে...

সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ-কালো পতাকা!

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর (Siddiqulla Chowdhury) কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়াল পূর্ব...
Exit mobile version