Wednesday, November 12, 2025

Weather Update: চলতি সপ্তাহেই ৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা, কলকাতার পারদ কততে উঠবে?

Date:

এবারের মত রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত। শিবরাত্রির পরে বাংলায় আর নতুন করে শীত ফেরার সম্ভাবনা নেই, জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যে ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে সকাল থেকে জেলায় জেলায় শুরু হয়েছে কুয়াশার দাপট।

আরও পড়ুন- আমি বাংলায় কথা কই: একুশে ফেব্রুয়ারিই নয় প্রতিদিনই হোক মাতৃভাষা দিবস

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪-৫ দিনে রাজ্যের তাপমাতত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কয়েকদিনে কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত সকাল ও সন্ধ্যায় সামান্য ঠাণ্ডার আমেজ থাকবে। শহরে দিনের বেলায় উষ্ণতা থাকবে। তবে কয়েকটি জেলায় খুব হালকা শীতের অনুভূতি বজায় থাকবে। আরও দু থেকে চারদিন সকাল এবং রাতের দিকে এই অবস্থা চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া অফিস বলছে, মেঘ পুরোপুরি সরে গেলেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version