Monday, August 25, 2025

বাবাকে পদ থেকে সরিয়েছিলেন ইন্দিরা: বিস্ফোরক জয়শঙ্কর, পাল্টা তৃণমূল

Date:

১৯৮০ সালে ক্ষমতায় ফেরার পর বাবাকেই প্রতিরক্ষা সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী(Indira Gandhhi)। বুধবার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই গুরুতর অভিযোগ তুললেন প্রাক্তন আমলা তথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jayshankar)। তবে জয়শঙ্করের এহেন মন্তব্যের পাল্টা তোপ দাগতে ছাড়ল না তৃণমূল(TMC)। এপ্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল সাংসদ জহর সরকার বলেন, স্মৃতিভ্রংশের সমস্যায় ভুগছেন জয়শঙ্কর।

সংবাদ সংস্থা এএনআইকেদেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, “১৯৮০ সালে ক্ষমতায় ফিরেই প্রতিরক্ষা সচিবের পদ থেকে আমার বাবাকে সরিয়ে দেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারপর রাজীব গন্ধীর আমলেও বাবাকে সাসপেন্ড করা হয়। জুনিয়র অফিসারকে বসানো হয় ক্যাবিনেট সচিব পদে।” একইসঙ্গে তিনি বলেন, চাকরি জীবন শেষে শুধুমাত্র একটা কারণেই তিনি বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন। কারণ এই দলই পারবে ভারতকে উন্নতির পথে এগিয়ে দিতে। জয়শঙ্করের মন্তব্যের পাল্টা তৃণমূল সাংসদ জহর সরকার জয়শঙ্করের বাবা কে সুব্রহ্মণ্যমের একটি মন্তব্য তুলে ধরেন। যেখানে মোদিকে আক্রমণ শানিয়ে কে সুব্রহ্মণ্যম বলেছিলেন, “গুজরাটে আসলে ধর্মের মৃত্যু হয়েছিল। ভগবান রামের উচিত ছিল গুজরাটের অসুর শাসকের বিরুদ্ধে ধনুক তুলে ধরা।” এরপরই কটাক্ষ করে জহর বলেন, “এমন বাবার সন্তান হয়ে অসুরের সেবা করতেই ব্যস্ত তিনি। লজ্জা হওয়া উচিত।”

একইসঙ্গে জয়শঙ্করের স্মৃতিভ্রংশ হয়েছে বলে কটাক্ষ করে জহর বলেন, “নিজের কার্যকালের অনেকটাই কংগ্রেস (Congress) জমানায় কাটিয়েছেন জয়শঙ্কর। সেই সময় ভাল পদ, ভাল পোস্টিং সবকিছুই পেয়েছেন। গান্ধীদের প্রতি তাঁর আনুগত্য নিয়েও প্রশ্ন ছিল না। এখন কি তাহলে স্মৃতিভ্রংশের কারণে সব ভুলে গিয়েছেন? নাকি বিজেপিতে নিজেকে আরও জনপ্রিয় করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন?”

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version