ধর্ষ*ণে অভিযুক্ত সাগরদিঘির কংগ্রেস নেতাকে জামিনের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার

চলতি মাসের গত ১৮ তারিখ সাগরদিঘি থানার পুলিশ সাইদুরকে তাঁর গৌরীপুরের বাড়ি থেকে গ্রেফতার করে। ধর্ষণের অভিযুক্ত কংগ্রেস নেতাকে জঙ্গিপুর মহকুমা জেলাতে আদালতে পেশ করে। কোর্ট সাইদুরকে ৫দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়

পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার আগে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেলেন ধর্ষণে অভিযুক্ত মুর্শিদাবাদের সাগরদিঘির কংগ্রেস নেতা সাইদুর রহমান। সাধারণ কিছু শর্তে ধর্ষণে অভিযুক্ত কংগ্রেস নেতাকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশেই মিলল জামিন।

ধর্ষণে অভিযুক্ত কংগ্রেস নেতা সাহিদুর রহমানকে সপ্তাহে তিনদিন তদন্তকারী আধিকারিকের সামনে হাজির দিতে হবে। একইসঙ্গে তাঁর কার্যকলাপের সমস্ত ছবি ও ফুটেজ দিতে হবে পুলিশকে। তদন্তে সবরকম সাহায্য করতে হবে পুলিশের সঙ্গে।

চলতি মাসের গত ১৮ তারিখ সাগরদিঘি থানার পুলিশ সাইদুরকে তাঁর গৌরীপুরের বাড়ি থেকে গ্রেফতার করে।
ধর্ষণের অভিযুক্ত কংগ্রেস নেতাকে জঙ্গিপুর মহকুমা জেলাতে আদালতে পেশ করে। কোর্ট সাইদুরকে ৫দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আজ তাঁকে ফের আদালতে পেশ করার কথা ছিল। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় প্রভাবশালী কংগ্রেস নেতার আইনজীবীরা। সাগরদিঘির থানার হেফাজতে থাকাকালীন অবস্থাতেই আজ, বুধবার কলকাতা হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়ে গেলেন।

উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর ফলে সাগরদিঘিতে উপনির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। এবার জেলার প্রভাবশালী ব্যবসায়ী বাইরন বিশ্বাসকে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। তাঁকে সমর্থন করেছেন বামেরা। আর এই বাইরন বিশ্বাসের ডানহাত বলে পরিচিত ধর্ষণে অভিযুক্ত কংগ্রেস নেতা সাইদুর।

Previous articleমাঝ আকাশে বিপত্তি! এয়ার ইন্ডিয়া বিমানের জরুরি অবতরণ
Next articleপ্রবল তুষারপাত উত্তর সিকিমে! পুরু বরফে ঢাকল একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা