মাঝ আকাশে বিপত্তি! এয়ার ইন্ডিয়া বিমানের জরুরি অবতরণ

যাত্রী নিয়ে নেওয়ার্ক থেকে দিল্লির দিকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। কিন্তু মাঝ আকাশেই যান্ত্রিক গলোযোগের আঁচ পেয়ে তড়িঘড়িই স্কটহোম মিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। অল্পের জন্য প্রাণে বাঁচেন বিমানে থাকা ৩০০ জন  যাত্রী।

আরও পড়ুন:আকাশে অজানা বস্তু, এলিয়েন জল্পনার মাঝেই বিবৃতি হোয়াইট হাউসের

বুধবার সকালে ৩০০ জন যাত্রী নিয়ে আমেরিকার নেওয়ার্ক থেকে দিল্লির দিকে রওনা দেয় বোয়িং ৭৭৭-৩০০ ইআর নম্বরের বিমানটি (AI106)। কিন্তু মাঝ আকাশে উড়ান পৌঁছনোর আগেই একটি ইঞ্জিন থেকে তেল চুঁইয়ে পড়ার বিষয়টি নজরে আসে পাইলটের।বিপদের আঁচ করে বিমানটি তড়িঘটি স্কটহোম বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চেয়ে নেন পাইলট। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, পাইলট সহ বিমানের যাতড় ও কেবিন ক্রু সকলেই সুরক্ষিত রয়েছেন।

বড় কোনও বিপত্তি যাতে না হয়, সেকারণে স্টকহোমে বিমানের জরুরি অবতরণের আগে দমকল কর্মীরা আগেভাগেই হাজির ছিলেন। ছিলেন বিপর্যয় মোকাবিলা দলও।যদিও সেসবের কোনও প্রয়োজন পড়েনি। সুরক্ষিতভাবেই বিমানটি অবতরণ করে।

প্রসঙ্গত,গতও সোমবারও এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী একটি বিমানকে লন্ডনে জরুরি অবতরণ করানো হয়। তার পর ফের একবার জরুরি অবতরণ।

 

 

Previous articleপান্ডুয়ায় শ্যু*টআউটের ঘটনায় ধৃতকে আদালতে পেশ
Next articleধর্ষ*ণে অভিযুক্ত সাগরদিঘির কংগ্রেস নেতাকে জামিনের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার