Thursday, August 28, 2025

১৮ তারিখ, শনিবার সন্ধ্যায় বেশিরভাগ কলকাতাবাসীর ডেসটিনেশন ছিল অ্যাকোয়াটিকা (Aquatica)। উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয়ে আয়োজকদের। সাড়ে ৬ টা থেকে ১০ টা ১৫ মিনিট পর্যন্ত মঞ্চ মাতিয়েছেন মুর্শিদাবাদের ছেলেটা। হেমন্ত মুখোপাধ্যায়-মান্না দে থেকে মহীনের ঘোড়াগুলি কিংবা ফসিলসের গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তারপরেও কেন ‘না-খুশ’ শিল্পী? সমাজমাধ্যমে নিজেই ফাঁস করলেন সেই কথা। ভাষা দিবসের ঠিক পরের দিন বিনম্র স্টাইলে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শহর কলকাতাকে উদ্দেশ্য করে কয়েকটি লাইন লিখলেন অরিজিৎ সিং (Arijit Singh)। একদিকে ধন্যবাদ জানালেন অনুরাগীদের আর অন্যদিকে নিজের বিরক্তির কথা তুলে ধরলেন তিলোত্তমার কাছে।

অরিজিৎ সিং শোয়ের সাফল্যের পরেও খুশি নন। কিছু বিতর্কের জবাব মঞ্চেই দিয়েছেন, নিজের মন খারাপের কথাও তাই সবার সামনেই তুলে ধরলেন। কী লিখেছেন গায়ক?
“কলকাতা, আমি দুঃখিত যে আপনাকে আপনার গাড়িগুলি প্রায় ১ কিমি দূরে পার্ক করতে হয়েছিল এবং অনুষ্ঠানস্থলে হেঁটে যেতে হয়েছিল (যেহেতু টোটো রিকশাগুলি ভিড় সামলাতে অক্ষম ছিল) । আমি দুঃখিত যে আপনাকে অস্বাস্থ্যকর জায়গা এবং মশার কামড় সহ্য করতে হয়েছিল। আমি দুঃখিত কিছু স্বেচ্ছাসেবক এত লোকের সাথে খারাপ ব্যবহার করেছে যেন তাঁদের এসব করার অধিকার আছে !! আমি দুঃখিত আপনাদের মধ্যে অনেকেই সময়মতো ভিতরে আসতে পারেননি কারণ কিছু লোক হ্যান্ড ব্যান্ডের জন্য প্রয়োজনীয় সাহায্য পাইনি (এটি অনেকের কাছে নতুন ছিল)। দুঃখিত যে আপনাকে নিজেই এই সন্ধান করতে হয়েছে। কিন্তু তবুও তুমি যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছ আমি ধন্য। আমার হৃদয় জোড়া ভালবাসা। আমি চেষ্টা করব নেক্সট টাইম এর থেকে বেশি ভাল এক্সপেরিয়েন্স যাতে দিতে পারি। সবাই ভাল থেকো।”

গায়কের পোস্ট থেকে এটা স্পষ্ট যে কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন তিনি। যদিও কলকাতার মানুষকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়েছেন অরিজিৎ।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version