Friday, January 30, 2026

ভোট পরবর্তী হিংসায় উত্তাল ত্রিপুরা: কোথায় কেন্দ্রীয় দল? শুভেন্দু-সেলিমরা চুপ কেন?

Date:

Share post:

গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরার ৬০টি আসনে বিধানসভা ভোট শেষ হয়েছে। গণনা ২ মার্চ। কিন্তু ভোটের দিন থেকে শুরু করে প্রতিনিয়ত রাজ্যে একের পর এক অশান্তির ঘটনা ঘটেই চলেছে। সবমিলিয়ে ভোট পরবর্তী হিংসায় শান্তিপ্রিয় ত্রিপুরা এখন উত্তাল। সাধারণ মানুষের অভিযোগ, গেরুয়া সন্ত্রাসের পাশাপাশি চলছে লাল সন্ত্রাসও। আর পশ্চিমবঙ্গে যাঁরা “ভোট পরবর্তী হিংসা” নিয়ে লম্পঝম্প করছিলেন তাঁরা এখন শীত ঘুমে। এঁদের মধ্যে অনেকেই আবার “গাঁয়ে মানে না আপনি মোড়ল” ত্রিপুরায় ভোট প্রচারেও গিয়ে লম্বা-চওড়া ভাষণ দিয়ে এসেছেন।

ভোট পরবর্তী হিংসায় এখন যখন উত্তাল ত্রিপুরা, তখন শুভেন্দু অধিকারী, যিনি এ রাজ্যে পান থেকে চুন খসলেই পুলিশ আর শাসক দলকে কাঠগড়ায় তোলেন। বাংলার বদনাম করতে “ভোট পরবর্তী হিংসা” নিয়ে বাজার গরম করেছিলেন সেই শুভেন্দু এখন চুপ কেন? কোথায় অগ্নিমিত্রা পাল? যিনি নিজের লোকসভা আসনে রেকর্ড মার্জিনে হারেন, তিনি আবার নাকি আবার ত্রিপুরায় বিজেপির তারকা প্রচারক! কোথায় তাঁর মুখে টু শব্দ নেই কেন ত্রিপুরার ভোট পরবর্তী হিংসা নিয়ে। ডাবল ইঞ্জিন রাজ্যের পুলিশ প্রশাসন কেন ঠুঁটো জগন্নাথ? কোথায় গেলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল?

ত্রিপুরা কি দেশের বাইরে? ভোট পরবর্তী হিংসায় ফ্যাক্ট ফাইন্ড করতে কেন ত্রিপুরায় যাচ্ছে না কেন্দ্রীয় দল? যেখানে ভোটের আগে বাংলার মতোই ডেইলি পাসেঞ্জার হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসা নিয়ে তাঁর দফতরের কোনও বিবৃতি নেই কেন? ডাবল ইঞ্জিন রাজ্য বলেই কেন তাঁদের এতো নীরবতা?

ভোট পরবর্তী হিংসার ত্রিপুরায় গেরুয়া সন্ত্রাসের পাশাপাশি চলছে লাল সন্ত্রাসও। ফলাফল বেরোনোর ফল তা আরও ভয়ঙ্কর পরিস্থিতি নেবে তা বলার অপেক্ষা রাখে না। কোথায় গেলেন সুজন চক্রবর্তী-মহম্মদ সেলিমরা। বাংলায় তো মুখে ফুলঝুরি ফোটে, ত্রিপুরার ঘটনা নিয়ে নিশ্চুপ কেন এ রাজ্যের সিপিএম নেতারা?

অভিযোগ, ত্রিপুরা জুড়েই ভোটের পর থেকে বিরোধীদের উপরে শারীরিক আক্রমণ, খুন, অগ্নিসংযোগ, বাড়িঘরে আক্রমণ, পরিবার প্রতিপালনের উৎসকে বিনষ্ট করে দেওয়া, মিথ্যা মামলা রুজু করে বিরোধী দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের বিপদগ্রস্ত ও বিপন্ন করার চেষ্টা চলছে। এই অবস্থায় শাসক দলের পক্ষ থেকে পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষভাবে সদর্থক ভূমিকা থাকা দরকার। কিন্তু তাঁরা আরও বেশি ইন্ধন দিচ্ছে। বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধেও ব্যাপক অশান্তির অভিযোগ উঠছে। প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ সবাইকে নিরপেক্ষভাবে সদা সতর্ক ভূমিকা গ্রহণ করতে হবে। কিন্তু সকলেই নির্বিকার।

 

 

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...