Saturday, November 15, 2025

নাম, প্রতীকের পর ‘শিব সেনা ভবন’ যেতে চলেছে শিণ্ডেদের দখলে! মারাঠা রাজনীতিতে জল্পনা তুঙ্গে

Date:

শিব সেনার(Shiv Sena) নাম ও প্রতীক ব্যবহারে উদ্ধব ঠাকরে শিবিরের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এই অধিকার এখন শিণ্ডে শিবিরের দখলে। এরইমাঝে মারাঠা রাজনীতিতে(Maratha Politics) গুঞ্জন শুরু হয়েছে শিবসেনার সব সম্পত্তি ও তহবিল হাতছাড়া হতে চলেছে উদ্ধবদের(Uddhav Thakre)। যদিও শিণ্ডে শিবিরের তরফে জানানো হয়েছে, সম্পত্তি ও তহবিলে তাদের কোনও আগ্রহ নেই। কিন্তু গুঞ্জন থামছে না কোনওভাবেই।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শিবসেনার অধিকার শিণ্ডে শিবিরের পক্ষে যাওয়ার পাশাপাশি লোকসভা ও রাজ্যসভায় শিব সেনার ঘরটি ব্যবহারের অনুমতিও হারাতে হয়েছে উদ্ধব শিবিরকে। এরই মাঝে শিব সেনার সম্পত্তি ও তহবিল নিয়ে গুঞ্জন প্রসঙ্গে একনাথ শিণ্ডে বলেন, “আমাদের কোনও আগ্রহ নেই সম্পতি ও তহবিলে। আমরা বালাসাহেব ঠাকরের আদর্শের উত্তরাধিকারী।” পাশাপাশি শিব সেনার এক শীর্ষ নেতা বলেন, “পরিকল্পনা রয়েছে তহবিল ও সম্পত্তি সংরক্ষণ করার। আমরা এগুলি দখল করতে চাই না।” তবে সংবাদমাধ্যম সূত্রের খবর, শিণ্ডে শিবিরের অবশ্য পরিকল্পনা রয়েছে সম্পতি ও তহবিল নিজেদের অধিকারে নেওয়ার।

এদিকে এক আইনজীবী চ্যারিটি কমিশনারের কাছে শিবসেনার সদর দফতর ‘শিবসেনা ভবন’ সম্পর্কে জানতে চেয়ে একটি নোটিস জারি করেছে। ওই ভবন শিবাই ট্রাস্টের মালিকানাধীন। তবে শিণ্ডে শিবিরের এক শীর্ষ নেতার বক্তব্য, “কেবল শিবাই ট্রাস্টের হাতেই সম্পত্তিগুলি নেই। রয়েছে চারটি বিভিন্ন ট্রাস্টের হাতে। রয়েছে ট্রেড ইউনিয়ন ও তহবিল। আমরা এখনও জানিনা তহবিলে কত টাকা রয়েছে। তবে মনে করা হচ্ছে অন্তত ২০০ কোটি টাকা রয়েছে দলের তহবিলে। তবে এখনই আমাদের পক্ষে বলা সম্ভব নয় কথাটা সত্যি কিনা।” বিষয়টি খতিয়ে দেখে তবেই তাঁরা এই সংক্রান্ত কৌশল নির্ধারণ করবেন বলে জানিয়েছেন তিনি।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version