Friday, November 21, 2025

মুসাতে রেহাই নেই, এবার ”মোটু টুকি” বলে পার্থকে উত্যক্ত দুই ছিঁচকে চোরের

Date:

Share post:

এসএসসি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি’র দাবি, বৃহত্তর দুর্নীতির মাস্টার মাইন্ড রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর জেলবন্দি দিশাতে মশকরা, টিটকিরি, জ্বালাতন নাজেহাল পার্থবাবু!

আরও পড়ুন:ফের আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই, জামিন নাকচ পার্থসহ ৭ জনের
জেল সূত্রে খবর, সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়কে শৌচকর্মে ব্যবহৃত মগ ছুড়ে মেরেছে আইএস জঙ্গি অভিযোগে বন্দি মুসা। মগের আঘাতে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান পার্থবাবু। সামান্য আঘাত লেগেছিল থুতনিতে। নিয়ে যেতে হয় এসএসকেএম হাসপাতালে।

কিন্তু বন্দিদশায় পার্থবাবুর বিড়ম্বনার শেষ নেই। সেল থেকে খুব একটা বাইরে আসেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। দিনের বেলায় সেলে যখন বইপত্র ঘাঁটছেন বা বিশ্রাম করছেন পার্থবাবু, ঠিক তখনই বাইরে থেকে বারবার ”মোটু টুকি, মোটু টুকি” বলে টিপ্পনি মারা হয় তাঁকে। লাগাতার এই টিটকিরিতে জেরবার প্রাক্তন শিক্ষামন্ত্রী। অভিযোগ জানিয়েছেন জেল কর্তৃপক্ষওকেও। কিন্তু কারা তাঁর শরীর নিয়ে এই টিটকিরি করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে?

খুঁজতে গিয়ে জেল কর্তৃপক্ষ জানতে পারে দুই ছিঁচকে চোর এই কাণ্ড করছে। মোটু বলে তারাই জ্বালাচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থবাবুর সেলের কাছ থেকে তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। গ্রেফতারের পর থেকে প্রেসিডেন্সি জেলে
বারে বারে কটাক্ষের শিকার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলবন্দির একেবারে শুরুর দিয়ে তাঁকে দেখামাত্রই কিছু বন্দি অনবরত “চোর, চোর’’ বলে টিপ্পনি কাটত। তখনও জেল কর্তৃপক্ষ উৎপাত করা ওই বন্দিদের অন্যত্র সরিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল।

 

 

spot_img

Related articles

সংসারের হাল ধরতে খেজুর গাছে হাঁড়ি বাঁধছেন দক্ষিণ ২৪ পরগনার প্রথম মহিলা শিউলি

কোনও কাজেই পিছিয়ে নেই মহিলারা। মহিলাদের বীর পরাক্রমের কথা ইতিহাসের পাতা থেকে শুরু। খেলার ময়দান থেকে যুদ্ধক্ষেত্র- সব...

কঠিন পরিস্থিতিতে নেতৃত্বে ভারপ্রাপ্ত অধিনায়ক, পিচ নিয়ে কী বললেন পন্থ?

শনিবার থেকে অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট।ইডেনে হারের জেরে সিরিজে ০-১ ফলে পিছিয়ে...

দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভয়াবহ ঘটনা! মাঝ আকাশে ভেঙে পড়ল ভরতীয় যুদ্ধবিমান তেজস

এয়ার শো (Air Show) চলাকালীন ভয়াবহ ঘটনা। দুবাইয়ে (Dubai) মাঝ আকাশে ভেঙে পড়ে ভারতীয় যুদ্ধবিমান (Indian Fighter Jet)...

বাইশ গজেই ভালোবাসার পূর্ণতা, বিশ্বজয়ের মাঠে স্মৃতিকে প্রেম নিবেদন পলাশের

বিশ্বকাপ জয়ের মাঠেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বাগদান সেরে...